Advertisement
Advertisement

Breaking News

Bhagwant Mann

মদ্যপ অবস্থায় গুরুদ্বারে যাওয়ার অভিযোগ খোদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ বিজেপি

ভারতের কোনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগে ওঠেনি।

Complaint against Punjab Chief Minister Bhagwant Mann for allegedly entering a Gurudwara | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 17, 2022 10:08 am
  • Updated:April 17, 2022 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মদ্যপ অবস্থায় গুরুদ্বারে যাওয়ার বিস্ফোরক অভিযোগ উঠল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Maan) বিরুদ্ধে। অভিযোগ, গত ১৪ তারিখ বৈশাখীর দিন মান শিখদের পবিত্র তখত দমদমা সাহিবে গিয়েছিলেন মদ্যপ অবস্থায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরগরম পাঞ্জাবের রাজনীতি। ইতিমধ্যেই মানের শাস্তির দাবিতে পুলিশে অভিযোগ দায়ের করেছে বিজেপি।

বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা (Tejindar Pal Singh Bagga) শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মদ্যপ অবস্থায় তখত দমদমা সাহিবে গিয়ে ঘৃণ্য অপরাধ করেছেন। পাঞ্জাবের ডিজিকে মানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজিও জানিয়েছেন তিনি। শুধু বিজেপি নয়, শিরোমণি অকালি দলও (SAD) ভগন্ত মানের শাস্তির দাবিতে সরব হয়েছে। এর আগে শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগ করেছে। মূলত এই গুরুদ্বার প্রবন্ধক কমিটির অভিযোগের পরই বিষয়টি প্রকাশ্যে আসে।

Advertisement

[আরও পড়ুন: হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ফের অশান্তি দিল্লিতে, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭]

বস্তুত, দেশের কোনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠা একেবারে বেনজির। মানের বিরুদ্ধে অবশ্য মদ্যপানের অভিযোগ নতুন নয়। পাঞ্জাবের সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগেও মদ্যপান করে বহু কীর্তি ঘটানোর অভিযোগ উঠেছে। সাংসদ থাকাকালীন সংসদেও মদ্যপান করে গিয়েছিলেন তিনি। এর আগে ২০১৭ সালে একবার প্রকাশ্যে দলের শোভাযাত্রায় বেসামাল হতে দেখা যায় মানকে। সেসময়ও মদ্যপান করে গুরুদ্বারে যাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

[আরও পড়ুন: উত্তর-পূর্ব ভারতেও জাল বুনছে আল কায়দা, অসমের মাদ্রাসা থেকে গ্রেপ্তার ৬ জেহাদি]

যদিও এবারের এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে আম আদমি পার্টি (AAP)। আপ নেতা রাঘব চাড্ডা বলছেন, পাঞ্জাবের হার মেনে নিতে পারছে না বিরোধীরা। সেকারণেই এমন ভিত্তিহীন কথাবার্তা বলা হচ্ছে। পাঞ্জাব সরকার বা মানের তরফে এখনও এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিরোধী শিবির হুঁশিয়ারি দিয়েছে, ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামবেন তাঁরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement