Advertisement
Advertisement

মাসের শুরুতে মাইনে মিলবে তো? চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে

মাসের শুরুতে মাইনে তুলতে পারবেন কি না, সে ভাবনাই ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের কপালে৷

 Common People anxious about November Salary Crunch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 10:29 am
  • Updated:November 23, 2016 10:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ঘোষণার পর প্রায় এক পক্ষ পেরিয়েছে৷ এখনও ব্যাঙ্ক-এটিএমের সামনে মানুষের লম্বা লাইন৷ কোথাও টাকা মিলছে, কোথাও মিলছে না৷ এ পরিস্থিতিতে মাসের শুরুতে মাইনে তুলতে পারবেন কি না, সে ভাবনাই ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের কপালে৷

গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ কিন্তু ততদিনে সংসারর খরচের টাকা অনেকটাই তুলে নিয়েছিলেন মধ্যবিত্ত সাধারণ মানুষ৷ তা বদলে নতুন নোটে কাজ চলে গিয়েছে এই মাসে৷ কিন্তু আগামী মাসে কী হবে? বহু এটিএমেই এখনও পর্যাপ্ত টাকা নেই৷ ব্যাঙ্কগুলিও সবসময় প্রয়োজনীয় টাকা দিয়ে উঠতে পারছে না৷ এ পরিস্থিতিতে মাস মাইনের টাকা কি তোলা যাবে কি না, আপাতত এ ভাবনাই ভাবাচ্ছে মধ্যবিত্তকে৷

Advertisement

নতুন নোট যাতে এটিএম থেকে মেলে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷  দিনে প্রায় ১২,০০০ এটিএমকে যান্ত্রিকভাবে উপযোগী করে তোলার টার্গেট নেওয়া হয়েছে৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে দ্রুত এ কাজ করার নির্দেশ দিয়েছে প্রশাসন৷ কিন্তু এই হারে কাজ চললেও, সব এটিএমকে উপযোগী করে তুলতে আরও অন্তত ১০, ১২ দিন সময় লেগে যাওয়ার সম্ভাবনা৷ সেক্ষেত্রে নভেম্বরের মাইনে অ্যাকাউন্টে চলে এলেও, সাধারণ মানুষ তা তুলতে পারবেন কি না, সে বিষয়ে সন্দিহান৷ পাশাপাশি টাকা তোলার উর্ধ্বসীমাও বাঁধা৷ ফলে কাজের দিন সামলে কীভাবে প্রয়োজনীয় টাকা সংগ্রহ করা যাবে, তাও চিন্তায় রেখেছে মধ্যবিত্তকে৷

তবে প্রশাসনের আশ্বাস সমস্যায় পড়বেন না সাধারণ মানুষ৷ প্রায় ২০০০ ইঞ্জিনিয়ার প্রতিদিন এটিএমগুলিকে উপযোগী করে তুলছেন৷ এখন যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তা দ্রুত মিটিয়ে ফেলারও চেষ্টা চলছে জোরকদমে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement