সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত কূটনৈতিক পরিবেশে নাম না করে পড়শি পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, ”ভারত শান্তিতে বিশ্বাস করে। কিন্তু তার বিনিময়ে কোনও মতেই আত্মসম্মান ও সার্বভৌমত্ব বিসর্জন দিতে রাজি নয় এই দেশ৷ কেউ যদি ভারতের শান্তি ও প্রগতিকে বিনষ্ট করার চেষ্টা করে তবে, তার যোগ্য জবাব দিতে সদাপ্রস্তুত রয়েছেন ভারতীয় জওয়ানরা৷” পাশাপাশি, অনুষ্ঠানে সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালনের গুরুত্বও বিশ্লেষণ করেন প্রধানমন্ত্রী৷
[কাশ্মীরে আবারও জঙ্গি নিশানায় পুলিশ, শহিদ এক অফিসার]
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বকে সম্মান জানান তিনি৷ মনে করান ২০১৬-র ২৯ সেপ্টেম্বরের সেই ভয়ঙ্কর রাতকে৷ যেদিন পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করে আসে সেনা জওয়ানরা৷ গুঁড়িয়ে দেন পাকিস্তানের আত্মদম্ভকে৷ দেশের বীর জওয়ানদের কৃতিত্বকে শ্রদ্ধা জানিয়ে চলতি বছর ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ পালন করা হচ্ছে৷ বিভিন্ন জায়গায় সামরিক প্রদর্শনীর আয়োজন করেছেন সেনা জওয়ানরা৷ প্রধানমন্ত্রী নিজেও যোধপুরে বায়ু সেনা ঘাঁটিতে যান৷ সেখানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান এবং তিন সেনার মহড়া ও প্রদর্শনী দেখেন৷
[টার্গেট ২০১৯! অষ্টমীতে কলেজ স্কোয়ারে অঞ্জলি দেবেন ‘ভক্ত’ রাহুল]
আন্তর্জাতিক স্তরেও ভারতীয় সেনার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি৷ বলেন, ”রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে আজও সবচেয়ে বেশি যোগদান করেন ভারতীয় সেনা জওয়ানরা৷ মাথায় নীল হেলমেট পড়ে দিনের পর দিন বিশ্বের শান্তিরক্ষায় কাজ করে চলেছে আমাদের সেনা৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.