Advertisement
Advertisement
LPG

একধাক্কায় অনেকটা সস্তা বাণিজ্যিক গ্যাস, কমবে কি ঘরোয়া সিলিন্ডারের দাম?

মূল্যবৃদ্ধির বাজারে আশায় বুক বাঁধছে মধ্যবিত্তরা।

Commercial LPG price cut by Rs 99.75 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 1, 2023 2:45 pm
  • Updated:August 1, 2023 2:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই স্বস্তি। এক ধাক্কায় অনেকটা কমল বাণিজ্য়িক গ্যাসের (Commercial Cylinder Price) দাম। মঙ্গলবার মাঝরাত থেকে দেশজুড়ে প্রায় ১০০ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এরপর কি রান্নার গ্যাসের দামও কমবে? মূল্যবৃদ্ধির বাজারে আশায় বুক বাঁধছে মধ্যবিত্তরা।

অয়েল মার্কেটিং কম্পানিজ জানিয়েছে, দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের দাম ৯৯ টাকা ৭৫ পয়সা কমেছে। ফলে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে একধাক্কায় অনেকটাই কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। দিল্লিতে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৮০ টাকা। কলকাতায় ১ হাজার ৮০২ টাকা ৫০ পয়সা, মুম্বইয়ে ১ হাজার ৮০২ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইয়ে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৫২ টাকা ৫০ পয়সা।

Advertisement

 

[আরও পড়ুন: ২৪ কোটি টাকা প্রতারণা নিয়ে ইডিকে নালিশ বিজেপি নেতার, কী প্রতিক্রিয়া নুসরতের?]

উল্লেখ্য, গত মাসে দেশজুড়ে ৭ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তবে মে ও জুন পরপর দু’মাস পরপর কমেছিল সিলিন্ডারের দাম। এদিকে গত কয়েক মাস ধরেই রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতা যার দাম ১ হাজার ১২৯ টাকা। সিলিন্ডার কিনতে পকেটে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তর। বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি কি এবার রান্নার গ্যাসের দামও কমবে? সূত্রের খবর, এখনই ১৪ কেজির এলপিজি (LPG) সিলিন্ডারের দাম কমানোর কোনও পরিকল্পনা তাদের নেই।

[আরও পড়ুন: রাজ্য কি জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে? বিধানসভায় জবাব দিলেন ব্রাত্য বসু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement