Advertisement
Advertisement

Breaking News

Commercial LPG price

মাসের শুরুতেই স্বস্তি, একলাফে অনেকটা কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

পরপর তিনমাসে তিনবার কমল বাণিজ্যিক গ্যাসের দাম।

Commercial LPG gas price dropped by 84 rupees, effective from June 1 | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 1, 2023 8:53 am
  • Updated:June 1, 2023 8:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মাসের শুরুতেই স্বস্তি দেশবাসীর। ১ জুন থেকে বেশ খানিকটা কমল গ্যাসের দাম। জানা গিয়েছে, নতুন মাস থেকে বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম প্রায় ৮৪ টাকা কমে গিয়েছে। ফলে উপকৃত হবেন এলপিজি ব্যবহারকারী হোটেল-রেস্তরাঁর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে গ্যাসের নয়া দাম।

ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) তরফে জানানো হয়েছে, জুন মাস থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম ১৮৭৫ টাকা। গত মাসে একটি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৬০.৫ টাকা। তবে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। মে মাসেও কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। পরপর দু’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম এখনও কমেনি। 

Advertisement

[আরও পড়ুন: ‘কংগ্রেসের প্রতিশ্রুতি মেটাতে দেউলিয়া হয়ে যাবে দেশ’, রাজস্থানে তীব্র কটাক্ষ মোদির]

২০২৩-২০২৪ অর্থবর্ষ শুরু হওয়ার পরে এই নিয়ে তিনবার কমল গ্যাসের দাম। এপ্রিল, মে, জুন- টানা তিনমাস বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। তার ফলে ব্যবসায়ীদের বেশ সুবিধা হলেও আমজনতার ভোগান্তি কমছে না। জানা গিয়েছে, আপাতত কলকাতায় গৃহস্থের গ্যাসের দামে কোনও হেরফের করা হচ্ছে না।

মার্চ মাসেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন, ৯.৫৯ কোটি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমের আওতায় প্রতিটি ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা ভরতুকি পাবেন। সারা বছর মোট ১২টা সিলিন্ডারের উপর মিলবে এই ভরতুকি। তবে বর্তমানে গেরস্থের রান্নার গ্যাসের মূল্য আকাশছোঁয়া। এই দাম আদৌ কমে কি না, এখন তারই অপেক্ষা। 

[আরও পড়ুন: আমেরিকায় রাহুল গান্ধীর সভায় তাণ্ডব খলিস্তানিদের! উঠল ভারত বিরোধী স্লোগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement