Advertisement
Advertisement

Breaking News

Commercial LPG

জ্বালানিতে বড় স্বস্তি আমআদমির, একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

পরপর দু'মাস গ্যাসের দাম কমাল কেন্দ্র।

Commercial LPG cylinders to become cheaper from today | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:July 1, 2022 8:52 am
  • Updated:July 1, 2022 8:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি। আরও খানিকটা লাঘব হল আমনাগরিকের জ্বালানি জ্বালা। বাণিজ্যিক LPG’র দামও আরও খানিকটা কমিয়ে দিল তেল সংস্থাগুলি। জুলাইয়ের শুরুতে একধাক্কায় ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। এর ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও।

শুক্রবার থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমছে ১৮২ টাকা। ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হল ২ হাজার ১৪০ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ১৯০ টাকা ৫০ পয়সা। ফলে বাণিজ্য নগরীতে ১৯ কেজি সিলিন্ডারের দাম দু’হাজার টাকার নিচে নেমে গেল। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭ টাকা কমেছে।

Advertisement

[আরও পড়ুন: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শিণ্ডের, কোন অঙ্কে মসনদে ‘বিদ্রোহী’ শিব সেনা নেতা]

এর আগে জুন মাসের শুরুতেও বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সিলিন্ডারের দাম একধাক্কায় অনেকটা কমানো হয়েছিল। সেবারে সিলিন্ডার প্রতি দাম কমেছিল ১৩৫ টাকা করে। পরপর দু’মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি। ফলে গৃহস্থর হেঁসেলে এখনই কোনও স্বস্তির খবর নেই।

[আরও পড়ুন: দেশকে শান্তির বার্তা দিন, না হলে আসবে না বিদেশি বিনিয়োগ, প্রধানমন্ত্রীর কাছে আরজি কংগ্রেসের]

প্রসঙ্গত, এর আগে মে মাসের শেষের দিকে একধাক্কায় পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দামও অনেকটা কমায় কেন্দ্র। পেট্রলে বড় হারে শুল্ক কমায় লিটার প্রতি দাম কমে সাড়ে আট টাকা। একইভাবে ডিজেলের দামও লিটার প্রতি কমে ৭ টাকা। সেই সঙ্গে উজ্বলা যোজনার আওতায় থাকা ঘরোয়া LPG সিলিন্ডারেও ২০০ টাকা করে ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসলে জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে বেশ ব্যাকফুটে ছিল মোদি (Narendra Modi) সরকার। তাই একপ্রকার বাধ্য হয়েই জ্বালানির দাম কমাচ্ছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement