ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রমিক দিবসেই সুখবর। ছোট ব্যবসায়ীদের স্বস্তি দিয়ে বাণিজ্যিক এলপিজি’র (LPG) দাম কমল অনেকটা। ১ মে, সোমবার থেকে কার্যকর হল নতুন দাম। সংবাদ সংস্থার সূত্রে খবর, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১৭১.৫০ টাকা। যার জেরে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ১৮৫৬.৫০ টাকা। আর কলকাতায় (Kolkata) এই দাম ১৯৬০.৫০ টাকা। মুম্বইতে এই সিলিন্ডার পাওয়া যাবে ১৮০৮.৫০ টাকায়। আজ থেকেই নতুন দামে পাওয়া যাবে বাণিজ্যিক এলপিজি।
Oil marketing companies have revised the prices of commercial LPG gas cylinders. The rate of 19 KG commercial LPG gas cylinders has been slashed by Rs 171.50 with effect from today. Delhi retail sales price of 19kg commercial LPG cylinder is Rs 1856.50 from today: Source pic.twitter.com/fFtlLsaygh
— ANI (@ANI) May 1, 2023
ঠিক একমাস আগে এপ্রিলের ১ তারিখ বাণিজ্যিক এলপিজি’র দাম কমানো হয়েছিল। ৯১.৫০ টাকা কমানো হয়েছিল তখন। তারও আগে, মার্চে ৩৫০ টাকা দাম কমেছিল। আর এবার তা কমল ১৭১.৫০ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC)তরফে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় বাণিজ্যিক এলপিজি’র দাম কমানো সম্ভব হল।
আন্তর্জাতিক বাজারে তেলের দামের হেরফেরের ভিত্তিতে এলপিজি’র দামে ওঠাপড়া হয়। প্রতি মাসেই মূল্যবৃদ্ধি কিংবা হ্রাস করা হয়। মার্চ মাসেই সবচেয়ে বেশি দাম কমেছিল, ৩৫০ টাকা। এবার তা কমল ১৭১.৫০ টাকা। কলকাতা ও অন্যান্য মহানগরে এর জেরে ব্যবসায়ীদের স্বস্তি মিলল। যদিও গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি ‘র দাম অপরিবর্তিতই রয়েছে। আমজনতার দাবি, এই দামে কবে স্বস্তি মিলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.