সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মলা সিতারমণ (Nirmala Sitharaman) ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করার আগেভাগে এসেছে স্বস্তির খবর। কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা। রাজধানী দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারে দাম কমল ৯১ টাকা ৫০ পয়সা। এর ফলে দিল্লিতে (Delhi) গ্যাস সিলিন্ডারের দাম হল ১৯০৭ টাকা। উল্লেখ্য, গত বছর ১ ডিসেম্বরে সিলিন্ডার পিছু ১০০ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যার ফলে দিল্লিতে তা পৌঁছে গিয়েছিল ২১০১ টাকায়।
তেল উৎপাদনকারী সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানোয় স্বাবাবিক ভাবেই তার প্রভাব পড়েছে কলকাতাতেও (Kolkata)। এশহরে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৮৯ টাকা। ফলে সিলিন্ডার প্রতি দাম দাঁড়াল ১৯৮৭ টাকা। মুম্বইয়ে (Mumbai) বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হয়েছে ১৮৫৭ টাকা। চেন্নাইয়ে (Chennai) কমেছে সবচেয়ে কম। সেখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ২০৮০ টাকা।
এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম অব্যাহত।তথাপি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। ওয়াকিবহাল মহলের ধারনা, সামনেই পাঁচ রাজ্যে ভোট রয়েছে, এই অবস্থায় অবাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর ঝুঁকি নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার।
যে কারণেই রান্নার গ্যাসের দাম না বাড়ানো হোক, বস্তুত তা নিয়ে ভাবিত নয় সাধারণ মানুষ। প্রতিদিনের প্রয়োজনের গ্যাসের দাম না বাড়ায় স্বস্তিতে মধ্যবিত্ত। একই দাম থাকায় ১ ফেব্রুয়ারিতে দিল্লিতে রান্নার গ্যাসের দাম থাকল ৮৯৯ টাকা ৫০ পয়সায়। কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার কেনা যাবে ৯২৬ টাকায়। মুম্বইতে সিলিন্ডার পাওয়া যাবে দিল্লির হারেই। চেন্নাইতে সিলিন্ডারের দাম পড়বে ৯১৫ টাকা ৫০ পয়সা।
বাণিজ্যিক গ্যাসের দাম কমায় স্বস্তিতে হোটেল ব্যবসায়ীরা। এমনিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল দশা তাঁদের। তার উপর কোভিডের কারণে ব্যবসা তলানিতে। এর মধ্যেই মাস খানেক আগে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল। সব মিলিয়ে চরম অস্বস্তিতে পড়েছিলেন হোটেল ব্যবসায়ীরা। এবার ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কমায় কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় ফিরলেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.