Advertisement
Advertisement
PM Modi

‘সব দুর্নীতিপরায়ণরা এক জায়গায়’, বিরোধীদের কড়া আক্রমণ প্রধানমন্ত্রী মোদির

'দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে', দাবি মোদির।

'Coming together of the corrupt on one stage', PM Modi targets opposition parties। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 29, 2023 11:12 am
  • Updated:March 29, 2023 11:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হওয়ার পর থেকে দেশের রাজনীতিতে এক নতুন প্রবাহ লক্ষ করা যাচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিরোধীদের সম্পর্কে তাঁর কটাক্ষ, ”সব দুর্নীতিপরায়ণরা এক জায়গায়।” কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে মোদি সরকার, এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ১৪টি বিরোধী দল। এহেন পরিস্থিতিতে এমনই আক্রমণাত্মক মেজাজে মোদি। সাধারণত নির্বাচনী সভার বাইরে তাঁকে এতটা আক্রমণ করতে দেখা যায় না বলেই মত ওয়াকিবহাল মহলের।

ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী? মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে মোদিকে বলতে শোনা গিয়েছে, ”দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার লাগাতার তদন্ত চালিয়ে যাচ্ছে। আর তাই সব দুর্নীতিপরায়ণ এক জায়গায় হাজির হয়েছেন। বহু দলই ‘দুর্নীতিপরায়ণদের বাঁচাও অভিযান’ চালাচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাক বংশোদ্ভূত হামজা ইউসুফ, আজই নেবেন শপথ]

এরই পাশাপাশি মোদি দাবি করেন, ”বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সেই সঙ্গে স্বজনপোষণের বিরুদ্ধেও লড়বে। ভারত বিরোধী শক্তির বিরুদ্ধেও যুদ্ধ চালিয়ে যাব আমরা।” তাঁর কথায়, ”এর ফলে কিছু মানুষ হতাশ হবেন। অনেকে রেগেও যাবেন। কিন্তু বিরোধীদের মিথ্যে অভিযোগ সত্ত্বেও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে।”

মোদির দাবি, এই মুহূর্তে গোটা দেশে বিজেপিই একমাত্র প্রকৃত সর্বভারতীয় দল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রভাব রয়েছে বিজেপির। উত্তর-পূর্বের সব রাজ্য থেকে দক্ষিণে কর্ণাটকে (Karnataka) পর্যন্ত বৃহত্তম দল বিজেপিই। এই লড়াই অক্লান্ত, চিরস্থায়ী। আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করেছি। বিজেপিই এখন দেশের সবচেয়ে বড় ভবিষ্যৎ দ্রষ্টা দল।

[আরও পড়ুন: প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, ১ এপ্রিল থেকে দাম বাড়ছে অগুন্তি জীবনদায়ী ওষুধের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement