Advertisement
Advertisement

Breaking News

এবার ট্রেনেও অর্ডার দিলে মিলবে পিৎজা, বার্গার

রেলযাত্রায় আরও কিছু আনন্দ মিশিয়ে নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷

Coming soon: Pizzas and burgers on trains
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 2:05 pm
  • Updated:September 12, 2016 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের খাবার খেতে অনেকেই বিশেষ ভালবাসেন না৷ পাশাপাশি লম্বা ট্রেন যাত্রার সময় পছন্দের খাবারটাও পাওয়া সবসময় সম্ভব হয় না৷ অগত্যা ট্রেনে সফর করার সময় পেটপুজো সবসময় সম্ভব হয় না৷ কিন্তু এবার সেই সমস্যাও মিটতে চলেছে৷ এবার দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময় পছন্দের পিৎজা, বার্গার অর্ডার দেওয়া যাবে ট্রেনে বসেই৷ রেল স্টেশনে উপস্থিত ভেন্ডাররা আপনার কামরায় পৌঁছে দিয়ে যাবে সেই খাবার৷

কিন্তু প্রাথমিকভাবে যে প্রশ্নটা জাগে, তা হল কোথায় অর্ডার দিতে হবে মনপসন্দ পিৎজা বা বার্গারের জন্য?
উত্তরটা হল, ভারতীয় রেলের ওয়েবসাইটে দিতে হবে এই বিশেষ অর্ডার৷ ডমিনোজ, পিৎজা হাট, কেএফসি, সাবওয়ে’র মতো সংস্থাগুলি ভারতীয় রেলের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের ছ’টি রেলস্টেশনে আউটলেট খোলার পরিকল্পনা গ্রহণ করেছে৷ প্রথম দফায় হাওড়া, মুম্বই, মাদুরাই, আগ্রা, পুণে এবং বিশাখাপত্তনমে এই আউটলেটগুলি খোলা হবে জানা গিয়েছে৷ অর্থাৎ ভোজনরসিকরা পছন্দের খাবারের অর্ডারই দিতে পারবেন৷ এক্ষেত্রেও তাঁদের কোনও ধরনের আপোস করতে হবে না৷
রেলের সঙ্গে কাজ করার কথা হওয়ার নিয়ে কী বলছে সংস্থাগুলি?
প্রতিদিন ১২০০টি দূরপাল্লার ট্রেনে প্রায় ২.৩ কোটি লোক যাতায়াত করেন ভারতে৷ তাঁদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারা কেবল ব্যবসাকেই উন্নত করবে না, সংস্থার নামেরও বিকাশ ঘটাবে৷ এমনটাই জানাচ্ছে কেএফসি, ডমিনোজ-এর মতো সংস্থাগুলি৷
তবে আর কী?
রেলযাত্রায় আরও কিছু আনন্দ মিশিয়ে নেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement