Advertisement
Advertisement

Breaking News

Shyam Rangeela

মোদিকে ‘নকল’ করে খ্যাতি, সেই কমেডিয়ান এবার বারাণসীতে লড়বেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে

নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন, ঘোষণা কৌতুক শিল্পীর।

Comedian Shyam Rangeela to fight against PM Narendra Modi
Published by: Kishore Ghosh
  • Posted:May 2, 2024 2:01 pm
  • Updated:May 2, 2024 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ‘নকল’ করেই জনপ্রিয়তা পেয়েছেন। কমেডিয়ান হিসেবে পরিচিত হয়েছেন গোটা দেশে। সেই শ্যাম রঙ্গিলা (Shyam Rangeela) এবার মোদির বিরুদ্ধে লোকসভা ভোট লড়ার সিদ্ধান্ত নিলেন। এর ফলে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়ল। রঙ্গিলা জানিয়েছেন, নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

রাজস্থানের বাসিন্দা ২৮ বছর বয়সী শ্যাম মোদির বিরুদ্ধে লড়ার বিষয়ে অকুতভয়। নিজেই জানিয়েছেন বারাণসী থেকে ভোটে দাঁড়ানোর কথা। তিনি দাবি করেন, গণতন্ত্রের উপর আঁচ লাগতে দেব না। তাঁকে ভোট না দিলে কিছু এসে যায় না। মানুষ বিকল্প পছন্দ বেছে নিতেই পারেন। তাই বলে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার সঙ্গে পাঙ্গা? যেখানে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েও তুলে নেওয়ার একাধিক উদাহরণ রয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: রাহুলের প্রশংসা পাক নেতার! ‘শাহাজাদাকে প্রধানমন্ত্রী করতে মরিয়া পাকিস্তান’, খোঁচা মোদির

ইউটিউবে ১০ লাখ সাবস্ক্রাইবার রয়েছে শ্যামের। তিনি জানান, এক সময় মোদির অন্ধভক্ত ছিলেন। যদিও প্রধানমন্ত্রীকে নকল করে রসিকতা করতে সমস্যার মধ্যে পড়েন। তাঁর একাধিক অনুষ্ঠান বাতিল হয়েছে। কোথাও কোথাও স্ক্রিপ্ট বদলাতেও বাধ্য করা হয়। মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে ব্যাঙ্গাত্মক ভিডিও তৈরি করায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। শ্যাম বলেন ‘লোকজন যখন রাজনীতির নামে কমেডি করছেন, তাহলে আমিও কমেডির মাধ্যমে রাজনীতি করব।’

 

[আরও পড়ুন: চাপ বাড়ল আপের, দিল্লি মহিলা কমিশনের ২২৩ কর্মীকে ছাঁটাই লেফ্টেন্যান্ট গভার্নরের

তবে রাজনীতির সঙ্গে পুরনো সম্পর্ক শ্যাম রঙ্গিলার। ২০২২ সালে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে সেই যাত্রা সুখকর হয়নি। তাই এবার নির্দল প্রার্থী হিসেবে খোদ প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চলেছেন। শ্যামের অনুরাগীর কিন্তু চিন্তিত। বারাণসীতে মোদিকে চ্য়ালেঞ্জ করলে ED না চ়ড়াও হবে না তো! এই বিষয়ে জনপ্রিয় কমেডিয়ানের মন্তব্য, অ্যাকাউন্ট ঘেঁটে ওঁরা কিছুই পাবে না। ‘আমি আসল ফকির যে সত্যিই ঝোলা কাঁধে বেরিয়ে পড়তে পারে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement