Advertisement
Advertisement
Supreme Court

সুপ্রিম কোর্টে মামলার পাহাড়! বিচারপতি নিয়োগে সুপারিশ কেন্দ্রের ‘চক্ষুশূল’ কলেজিয়ামের

'আঙ্কল সিনড্রোমে' ভুগছে কলেজিয়াম বলে তোপ দেগেছিলেন রিজিজু।

Collegium recommends Chief Justices of 3 High Courts for appointment to SC
Published by: Monishankar Choudhury
  • Posted:November 7, 2023 9:29 am
  • Updated:November 7, 2023 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে জমছে মামলার পাহাড়! রীতিমতো হিমশিম খাচ্ছেন বিচারপতিরা। এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে নতুন ৩ বিচারপতি নিয়োগের সুপারিশ করল কলেজিয়াম।

কেন্দ্রের মোদি সরকারের সুপারিশ মোতাবেকই ৩ নতুন বিচারপতির নামে সোমবার সিলমোহর দিয়েছে কলেজিয়াম। এঁরা হলেন, সতীশ চন্দ্র শর্মা, আউগুস্টাইন জর্জ মসিহ এবং সন্দীপ মেহতা। সতীশ চন্দ্র শর্মা দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি। রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি মসিহ এবং গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি সন্দীপ মেহতা। কলেজিয়ামে এঁদের তিনজনের নাম সুপারিশ করেছিল কেন্দ্র। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৩৪। যা সর্বোচ্ছ অনুমোদিত সংখ্যা। অর্থাৎ সর্বশক্তিতে এবার কাজ করতে পারবে দেশের সর্বোচ্চা আদালত।

Advertisement

[আরও পড়ুন: আপের পাঞ্জাবেও গ্রেপ্তার কেজরিওয়ালের বিধায়ক, ৪০ কোটির ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ]

এদিন কলেজিয়ামের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে বহু মামলা বিচারাধীন রয়েছে। বিচারকদের কাজের চাপ যথেষ্ট বেড়েছে। এই বিষয়গুলি মাথায় রেখেই সুপ্রিম কোর্টের বিচারপতির শূন্যপদগুলি পূরণ করা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। তাই ৩ বিচারপতি নিয়োগে সম্মতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিগত বছর দুয়েকে কেন্দ্র বনাম কলেজিয়াম বিতর্কে কম জল ঘোলা হয়নি। মোদি সরকারের প্রাক্তন আইনমন্ত্রী কিরেন রিজিজু বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছিলেন। গত এপ্রিল মাসেই ‘আঙ্কল সিনড্রোমে’ ভুগছে কলেজিয়াম বলে তোপ দেগেছিলেন তিনি। পালটা শীর্ষ আদালত কেন্দ্রের বিরুদ্ধে উচ্চ বিচারবিভাগীয় স্তরে বিচারপতি নিয়োগে গয়ংগচ্ছতার অভিযোগ তুলেছে। একই সঙ্গে ২০২২ সালে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনও অবস্থাতেই কলেজিয়াম ব্যবস্থার পরিবর্তন হবে না বলে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

[আরও পড়ুন: ভয় নেই! মণিপুরে জঙ্গিদের ফাঁদে পড়া কমান্ডোদের মৃত্যুমুখ থেকে ফেরাল সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement