Advertisement
Advertisement

করুণার স্মরণে মাথা মুড়িয়ে ভক্তদের শ্রদ্ধা, ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের

প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব নেতা-নেত্রীরা পৌঁছে গিয়েছেন চেন্নাই।

Coimbatore: DMK supporter gets his head tonsured as mark of respect for Karunandhi
Published by: Kumaresh Halder
  • Posted:August 8, 2018 3:37 pm
  • Updated:August 8, 2018 3:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদায় নিয়েছেন প্রিয় নেতা এম করুণানিধি৷ ডিএমকে প্রধানের মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণের রাজ্যে৷ দেশের রাজনীতিতে সব থেকে প্রবীণ নেতা করুণানিধির প্রয়াণে তামিলনাড়ু এখন ‘মিনি ভারত’৷ করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই তামিলনাড়ুতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

[খাবারের মান রাখতে শিক্ষা দেখে কর্মী নিয়োগ, সিদ্ধান্ত আইআরসিটিসি-র]

[ছিল হিন্দু, হয়ে গেল মুসলিম! নাগরিকপঞ্জির ভুলে নিন্দায় সরব বিজেপি]

বুধবার রাত থেকেই তামিলনাড়ুতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানতে রাহুল গান্ধী থেকে শুরু করে রজনীকান্ত, অরবিন্দ কেজরিওয়াল রাজাজি হলে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে৷ রাজনৈতিক নেতাদের ভিড় জমার সঙ্গে সঙ্গে কর্মী সমর্থকদেরও ভিড় উপচে পড়েছে৷ রাজাজি হল থেকে মেরিনা বিচ পর্যন্ত ঢল নেমেছে সাধারণ মানুষের৷ অনুগামীদের নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে নিরাপত্তা রক্ষীদের৷ করুণানিধির শেষকৃত্যের আগে অনুুগামীদের মধ্যে ইতিমধ্যেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে৷ ভিড় সামলাতে পুলিশ অনুগামীদের লক্ষ্য করে লাঠিচার্জও করেছে পুলিশ৷ পালাতে গিয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়েছেন বহু সমর্থক৷ করুণানিধির ছেলে এমকে স্টালিন জনতাকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন৷

[শিক্ষকের নির্দেশে রাস্তা মেরামতির কাজে পড়ুয়ারা, বিতর্কে সরকারি স্কুল]

মাদ্রাজ হাই কোর্টের নির্দেশ, মেরিনা বিচে আজ বিকেলে সমাহিত করা হবে করুণানিধিকে৷ ফলে, মেরিনা বিচে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে৷ চলছে, শেষকৃত্যের কাজ৷ অন্যদিকে, করুণানিধির প্রতি শ্রদ্ধা জানাতে লোকসভা বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে৷ ইতিমধ্যেই এম করুণানিধিকে ভারতরত্ন দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে৷

[দিল্লিতে গাড়ি ভাঙচুর করে তাণ্ডব পুণ্যার্থীদের, ভাইরাল ভিডিও]

করুণানিধির অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই ১১ জন অনুগামী আত্মহত্যা করেছেন৷ তবে, প্রিয় নেতার মৃত্যুর পর এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও প্রবল উৎকণ্ঠা দেখা দিয়েছে৷ বুধবার সন্ধ্যা থেকেই কাতারে কাতারে ভিড়-জমান হাসপাতাল চত্বরে৷ করুণানিধির ছবি হাতে নিয়ে অনুগামী চোখের জলে ভিজেছে চেন্নাইয়ের রাজপথ৷ করুণানিধির সম্মান জানতে মাথা মুড়িয়েছেন অনেকে৷

[‘আপনাকে শেষবারের মতো বাবা বলে ডাকতে পারি?’ প্রয়াত নেতাকে খোলা চিঠি পুত্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement