Advertisement
Advertisement
Coast Guard

পাক বাহিনীর হাতে বন্দি ৭ ভারতীয় মৎস্যজীবী, উদ্ধার করলেন উপকূলরক্ষীরা

যদিও ডুবে গিয়েছে মৎস্যজীবীদের বোট 'কাল ভৈরব'।

Coast Guard rescues 7 Indian fishermen from Pak captivity
Published by: Biswadip Dey
  • Posted:November 19, 2024 10:40 am
  • Updated:November 19, 2024 10:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সির হাতে বন্দি হয়েছিলেন সাত ভারতীয় মৎস্যজীবী। তাদের উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, ওইদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ আরবসাগরের ‘নো ফিশিং জোন’ পার্শ্ববর্তী এলাকায় পৌঁছে যায় মৎস্যজীবীদের নৌকা ‘কাল ভৈরব’। এর পরই তারা পাকিস্তানের বাহিনীর পাল্লায় পড়ে। ভারতীয় জলসীমা থেকেই তাদের আটক করা হয়। এই পরিস্থিতিতে বন্দি মৎস্যজীবীদের একজন দ্রুত রেডিও বার্তায় খবর পাঠান উপকূলরক্ষীদের বোটে। আর তার পরই পাক বোটটির পিছু নেয় উপকূল রক্ষী বাহিনীদের জলযান।

Advertisement

কিন্তু পিএমএসএ চেষ্টা করছিল ওই এলাকা থেকে ভারতীয় মৎস্যজীবীদের সরিয়ে নিয়ে যেতে। যদিও শেষমেশ ওই বোটের কাছে পৌঁছে আটকদের উদ্ধার করেন উপকূলরক্ষীরা। কার্যতই অনেক চেষ্টা করে হাল ছাড়ে পাক বাহিনী। মৎস্যজীবীদের সকলেরই শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কেবল ‘কাল ভৈরব’ নামের বোটটি এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়। এবং শেষপর্যন্ত ডুবে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement