সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২ সেপ্টেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয় উপকূলরক্ষী বাহিনীর দুজন পাইলট-সহ মোট ৩ জনের। সেই ঘটনার প্রায় একমাস পর অবশেষে এক পাইলটের দেহ উদ্ধার করা হল আরব সাগর থেকে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি এই তথ্য প্রকাশ্যে এনেছে দেশের উপকূলরক্ষী বাহিনী।
গত ২ সেপ্টেম্বর গুজরাট বন্দর থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়েছিল জাহাজ। সেখানে আহত এক ব্যক্তিকে উদ্ধার করতে রওনা দেয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকটার ‘এএলএইচ এমকে-III’। উদ্ধারকাজ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। সেখানে থাকা ৪ ক্রু মেম্বারের মধ্যে গৌতম কুমার নামে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন কপ্টারে থাকা বাকি তিন জন। ঘটনার পরদিন উদ্ধার করা হয় এক পাইলট ও এক ক্রু মেম্বারকে। যদিও দীর্ঘ তল্লাশিতেও খোঁজ মেলেনি হেলিকপ্টারের দ্বিতীয় পাইলটের। এক মাস ধরে তল্লাশি চালানোর পর অবশেষে উদ্ধার হল দুর্ঘটনায় নিখোঁজ শেষ সদস্য রাকেশ কুমার রানার দেহ।
উপকূলরক্ষী বাহিনীর তরফে এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত ১০ অক্টোবর গুজরাট বন্দর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সাগরে ওই পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌসেনা ও অন্যান্য স্টেকহোল্ডাররা যৌথভাবে ওই পাইলটের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ৭০ বারের বেশি উড়ান ও জাহাজে টানা তল্লাশি চালানো হয়।
পাশাপাশি উপকূলরক্ষীবাহিনীর তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ওই বীর জওয়ানের দেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হবে। একইসঙ্গে শ্রদ্ধা জানানো হয়েছে, সেই দুর্ঘটনায় শহিদ আরও দুই বীর জওয়ানকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.