Advertisement
Advertisement

Breaking News

আজ কাশ্মীর সফরে সেনাপ্রধান

ভারতীয় সেনার রণসজ্জা খতিয়ে দেখতে যাচ্ছেন সেনাপ্রধান৷ কিন্তু এত তড়িঘড়ি কেন?

COAS Rawat To Visit J&K Today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 12:23 pm
  • Updated:May 11, 2023 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর ২৭তম সেনাপ্রধানের দায়িত্ব নওয়ার পর আজ প্রথমবার কাশ্মীর সফরে রওনা হবেন জেনারেল বিপিন রাওয়াত৷ সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার রাওয়াতের এই সফরের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, কাশ্মীরে সেনার রণসজ্জা খতিয়ে দেখা৷ গত সপ্তাহে ১৩ লক্ষ ভারতীয় সৈনিকের সেনাপতি পদ নিয়েই রাওয়াত পাকিস্তান এবং চিনকে সাবধান করে দেন৷ সীমান্তে শান্তি রক্ষার স্বার্থে প্রয়োজনে শক্তিপ্রয়োগ করতেও পিছপা হবেনা সেনা, বলেও জানান রাওয়াত৷

(পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করব, প্রকাশ্যেই জানাল চিন)

জেনারেল দলবীর সিংহ সুহাগের স্থলাভিষিক্ত হন রাওয়াত৷ যদিও সিনিওরিটির হিসেবে লেফটেনেন্ট জেনারেল প্রবীন বক্সী এবং পি এম হরিজ এই পদের দাবিদার ছিলেন৷ এই নিয়ে দানা বাধে বিতর্ক৷ ১৯৭৮ সালে গোর্খা রাইফেলস থেকে সামরিক জীবন শুরু করেন রাওয়াত৷ উঁচু পার্বত্য অঞ্চলে শত্রুকে মাত দিতে এবং সন্ত্রাসবিরোধী অভিযানে পারদর্শী রাওয়াত৷ বিশেষজ্ঞ মহলের মতে, সীমান্তে পাকিস্তান এবং চিনের লাগাতার আগ্রাসনের কড়া জবাব দিতে রাওয়াতকে বেছে নিয়েছে সরকার৷

Advertisement

(চিন-পাকিস্তান বাড়াবাড়ি করলে এবার ভারতীয় সেনাও শক্তি প্রদর্শন করবে)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement