Advertisement
Advertisement
লকডাউন

দেশজুড়ে লকডাউন বাড়ছেই, মোদি-মুখ্যমন্ত্রীদের বৈঠকের পরই ঘোষণার সম্ভাবনা    

অসংগঠিত ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে রাখার আবেদন মমতার।

CMs of 10 states seek lockdown extension in meet with Modi
Published by: Monishankar Choudhury
  • Posted:April 11, 2020 1:09 pm
  • Updated:April 11, 2020 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে বাড়ছে উদ্বেগ।ক্রমেই বৃদ্ধি পাচ্ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এই আবহেই শনিবার ভিডিও কনফারেনন্সিংয়ের মাধ্যমে সারা দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এপ্রিল মাসে লকডাউনের সময়সীমা বাড়ানো বা ধাপে ধাপে প্রত্যাহার নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। আগেই লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল ওড়িশা। একইভাবে, ১ মে পর্যন্ত লকডাউন বজায় রাখার ঘোষণা করেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। জানা গিয়েছে, এদিনের বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার পক্ষে সওয়াল করেছেন দশ রাজ্যের মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাসের হামলা ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে এখনই বিধিনিষেধ না তোলার আরজি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই সওয়াল করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। লকডাউনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। একই আবেদন জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। রাজস্থান, ছত্তিসগড়ও এই মুহূর্তে লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষেই মত দিয়েছে। অসংগঠিত ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে রাখার আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   

প্রসঙ্গত, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা চলতি লকডাউনের মেয়াদ। এদিনের ভিডিও কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে, জগনমোহন-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। এদিন মাস্ক পরে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, করোনা মোকাবিলায় কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মুখ্যমন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের জন্য ২৪ ঘণ্টা কাজ করতে প্রস্তুত। এখন রাজনীতি নয়, কেন্দ্র ও রাজ্য মিলে একসঙ্গে কাজ করতে হবে। কোনও তথ্য জানাতে ইতস্তত বোধ করবেন না। 

[আরও পড়ুন: ‘ঘরে ফিরতে চাই’, লকডাউন বৃদ্ধির ইঙ্গিত মিলতেই বিক্ষোভ কয়েকশো পরিযায়ী শ্রমিকের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement