সাধুদের হাতে উপহার দিচ্ছেন যোগী। ছবি: হেমন্ত মৈথিল
হেমন্ত মৈথিল: বিশ্বের সবচেয়ে বড় মানব সমাবেশ হতে চলেছে ২০২৫-এর মহাকুম্ভ। তার আগে ওই মহা মিলনোৎসবের সাফল্য কামনায় প্রয়াগরাজের প্রায় সব আখড়ার সাধু-সন্তদের নিয়ে নৈশভোজ সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নৈশভোজের পাশাপাশি উপহার দিলেন সাধুদের। যোগীর উপহার পেয়ে আপ্লুত সাধু-সন্তরা পালটা ধন্যবাদ জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে।
কুম্ভ মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যোগী আপতত প্রয়াগরাজে। বৃহস্পতিবার প্রয়াগরাজের রেডিও ট্রেনিং হলে সাধু-সন্তদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রয়াগরাজের প্রায় সব আখড়া, আশ্রম, খাকচক, ডান্ডিবরা, আর্যবরার সাধুরা উপস্থিত ছিলেন। মোট ২০ জন সন্তকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
উপস্থিত সাধুদের মধ্যে ছিলেন জুনা, নিরঞ্জনী, উদাবিস্ন বড়া, নির্মল, অগ্নি, অশ্বন, অটল, আনন্দ, নির্জনী আখড়ার সদস্যরা। ৩ বৌদ্ধ আখড়ার (নির্মোহী, দীগম্বর, নির্বাণী) সন্তরাও উপস্থিত ছিলেন। উপস্থিত সাধুদের মহোৎসবে মেনু ছিল মুগ ডাল, অড়হড় ডাল, শাক, পনির, আলু মেথি দিয়ে সোয়াবিন, মালাই কোফতা, কড়াইশুটির তরকারি, মুগের হালুয়া। মহোৎসবের শেষে সাধুদের হাতে বিশেষ উপহার তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পালটা সৌজন্য দেখিয়েছেন সাধুরাও। কুম্ভ মেলার সাফল্য কামনা করে যোগীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
কুম্ভ মেলা গোটা বিশ্বের কৌতূহলের কারণ হয়ে উঠেছে। ইতিমধ্যে মহাকুম্ভ ওয়েবসাইটে ঢুকে মেলা সম্পর্কে খোঁজ নিচ্ছেন ১৮৩টি দেশের ৬২০০ শহরের ৩৩ লক্ষ মানুষ। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হচ্ছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.