Advertisement
Advertisement
Yogi Adityanath

৫০০ বছরে উদ্ধার হয়েছে রাম জন্মভূমি, এবার সিন্ধ ফেরানোর দাবি যোগীর

জাতীয় সিন্ধি সম্মেলনে সিন্ধ ফেরানোর ডাক যোগীর।

CM Yogi Adityanath Says If Ram Janmabhoomi can be reclaimed after 500 years, why not Sindh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 9, 2023 2:25 pm
  • Updated:October 9, 2023 2:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ বছর পর যদি রাম জন্মভূমি পুনরুদ্ধার করা যায়, তবে সিন্ধ নয় কেন? লখনউয়ে সিন্ধি সম্প্রদায়ের সমাবেশে বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত সিন্ধ প্রদেশকে (Sindh Province) ভারতে ফেরানোর দাবি তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই বিষয়ে বলতে গিয়ে দেশভাগের প্রসঙ্গও টেনে আনেন যোগী। নাম না করে কটাক্ষ করেন মহাত্মা গান্ধীকে।

লখনউয়ে জাতীয় সিন্ধি সম্মেলনে এবার যোগ দিয়েছেন দশটি দেশ এবং দশ রাজ্যের মোট ২২৫ জন অতিথি। সেখানেই নিজের ভাষণে যোগী বলেন, “লখনউ থেকে অযোধ্যার দূরত্ব খুব বেশি নয়। ৫০০ বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে।” এর পরেই বলেন, “৫০০ বছর পর যদি রাম জন্মভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়, তবে সিন্ধ নয় কেন? ” যোগীর পরামর্শ, বর্তমান প্রজন্মকে নিজেদের ইতিহাসের কথা জানাক সিন্ধ সম্প্রদায়ের লোকরা।

Advertisement

[আরও পড়ুন: কামদুনি ধর্ষণ-খুন মামলা: হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে আবেদন রাজ্যের]

দেশভাগ প্রসঙ্গে বলেন, “১৯৪৭ সালের দেশভাগ ছিল দুঃখজনক। যা এড়ানো যেত। একজনের একগুঁয়েমির কারণে দেশকে প্রত্যক্ষ করতে হয়েছে দেশভাগের ট্র্যাজেডি। যার ফলে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। ভারতের একটি বড় অংশ পাকিস্তান হয়ে গিয়েছিল।” এভাবেই নাম না করে মহাত্মা গান্ধীকে কটাক্ষ করেন যোগী। 

[আরও পড়ুন: বাড়িতে ফ্রিজের কম্প্রেসর ফেটে বিপত্তি, মৃত তিন কিশোর-সহ একই পরিবারের ৫জন]

উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধ প্রদেশ সিন্ধি সম্প্রদায়ের আদি বাসস্থান। এর আগে বর্ষীয়ান গেরুয়া নেতা লালকৃষ্ণ আডবানি মন্তব্য করেছিলেন, “সিন্ধ যুক্ত না হওয়া পর্যন্ত ভারত অসম্পূর্ণ।” অবিভক্ত ভারতের করাচিতে জন্ম আডবানির। সিন্ধ প্রদেশে পাকিস্তানের ভাগে পড়ায় বেদনা প্রকাশ করেছিলেন তিনি। জানান, দেশভাগের সময়ে যখন শুনেছিলেন যে সিন্ধ এবং করাচি আর ভারতের অংশ থাকবে না, তখন খুব ব্যথিত হই। তিনি বলেন, “শৈশবে আমি সিন্ধs আরএসএসে খুব সক্রিয় ছিলাম। এটা আমার জন্য খুবই দুঃখজনক ছিল।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement