Advertisement
Advertisement

Breaking News

উত্তরপ্রদেশের পর উত্তরাখণ্ডেও নিষিদ্ধ বেআইনি মাংসের দোকান

 রাজ্যের মন্দির ও মঠগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিবেন্দ্র রাওয়াত৷

CM Trivendra Rawat directs authorities to take action against illegal meat shops in Uttarkashi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2017 3:31 am
  • Updated:December 23, 2019 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে বিজেপি সরকারের নির্দেশে অবৈধ কসাইখানা বন্ধের পর বিজেপি শাসিত আরেক রাজ্য উত্তরাখণ্ডেও অবৈধ মাংসের দোকানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ ও প্রশাসন৷ উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গঙ্গার ধারে যত বেআইনি মাংসের দোকান রয়েছে, সেগুলি বন্ধ করতে এবার উদ্যোগী হল পুলিশ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের নির্দেশ পাওয়ার পরই বেআইনি মাংসের দোকান বন্ধ করতে তৎপর হয়েছে পুলিশ৷

[সূর্য প্রণামের সঙ্গে মিল নমাজের, যোগীর এ কথার প্রশংসায় মুসলিম ধর্মগুরু]

গঙ্গার ধারে বেআইনি মাংসের দোকানগুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেছেন, “বেআইনি কাজ করলে শাস্তির জন্য প্রস্তুত থাকুন৷ যে কোনওরকম দুর্নীতির বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করবে৷ এই রাজ্যে সুপ্রশাসন চালু থাকবে৷” কানখালের আশ্রমে গুরু মহামণ্ডলেশ্বর স্বামী অবদেশানন্দ গিরি মহারাজের সঙ্গে দেখা করতে গিয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী৷ পরে আরও কয়েকটি আশ্রমে যান মুখ্যমন্ত্রী৷ রাজ্যের মন্দির ও মঠগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিবেন্দ্র রাওয়াত৷

Advertisement

অন্যদিকে, উত্তরপ্রদেশজুড়ে বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশে খুশি রাজ্যের বৈধ মাংস ব্যবসায়ীরা৷ রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংয়ের সঙ্গে দেখা করে ব্যবসায়ীরা এই উদ্যোগের প্রশংসা করেছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ গত সোমবারই স্পষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বেআইনি কসাইখানাগুলি বন্ধ করা হবে৷ লাইসেন্স রয়েছে, এমন কসাইখানার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না প্রশাসন৷ সরকারের সঙ্গে একপ্রস্থ আলোচনার পর মাংস রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত সিরাজউদ্দিন কুরেশি আন্দোলন প্রত্যাহারের ডাক দিয়েছেন৷ প্রসঙ্গত উল্লেখযোগ্য, উত্তরপ্রদেশজুড়ে বেআইনি কসাইখানার বন্ধ করতে সরকারি উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ দেখান মাংস বিক্রেতা ও ব্যবসায়ীদের একাংশ৷ তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হওযার পথে৷

[বৈঠকে হিন্দু-মুসলিম নির্বিশেষে গাইতে হবে বন্দে মাতরম, নিদান মেয়রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement