Advertisement
Advertisement

Breaking News

Bihar

বিধানসভা ভোটের আগে নীতীশের মন্ত্রিসভায় নয়া ৭ মন্ত্রী, সকলেই বিজেপির, কোন অঙ্ক?

নীতীশের মন্ত্রিসভার সম্প্রসারণে জেডিইউ ব্রাত্য!

CM Nitish Kumar Expands Bihar Cabinet and Inducts 7 New Ministers
Published by: Kishore Ghosh
  • Posted:February 26, 2025 8:42 pm
  • Updated:February 26, 2025 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট মাস পর আগামী নভেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচন। তার আগে নীতীশ কুমার মন্ত্রীসভা সম্প্রসারণ হল। নতুন আরও সাতজন মন্ত্রী হলেন। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় নীতীশের দল জেডিইউর কোনও মুখ নেই। সকলেই সহযোগী বিজেপি বিধায়ক। বুধবার বিকেলে শপথ নিলেন এই সাত মন্ত্রী। কোন অঙ্কে নতুন মন্ত্রীদের শপথ?

বুধবার বিকেলে পটনার রাজভবনে শপথ নিলেন সঞ্জয় সারোগি (দারভাঙার বিধায়ক), সুনীল কুমার (বিহার শরিফের বিধায়ক), জীবেশ কুমার (জালের বিধায়ক), রাজুকুমার সিং (সাহেবগঞ্জের বিধায়ক), মতিলাল প্রসাদ (রিগার বিধায়ক), বিজয়কুমার মণ্ডল (সিকটির বিধায়ক) এবং কৃষ্ণকুমার মাহাতো (অমনৌরের বিধায়ক)। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এনডিএ ফের ক্ষমতায় এলে নীতীশকে হটিয়ে মুখ্যমন্ত্রীও হবেন বিজেপির কেউ।

Advertisement

বিহার বিধানসভায় ৩৬ জন মন্ত্রী হতে পারেন। সাত গেরুয়া বিধায়কের শপথের আগে নীতীশের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৩০। তার মধ্যে বিজেপির ১৫, জেডিইউ-এর ১৩, হাম-এর এক এবং এক নির্দল সদস্য ছিলেন। অর্থাৎ ছয় মন্ত্রীর আসন শূন্য ছিল। এই অবস্থায় বুধবার দুপুরে সাংগঠনিক কাজs মনোনিবেশ করতে নীতীশ মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন বিজেপির দিলীপ জয়সওয়াল। এর পরেই নতুন ৭ মন্ত্রী শপথ নেন। এর ফলে বিহার মন্ত্রিসভার শূন্যস্থান পূরণ হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub