Advertisement
Advertisement

সাধারণের সুবিধায় ২০০ টাকার নোট আনার আর্জি চন্দ্রবাবুর

২০০ টাকার নোট বাজারে আসলে মন্দ হয় না৷ কিন্তু কেন্দ্র সম্মতি দেবে কি?

CM Naidu urges Modi-govt to introduce Rs 200 notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2016 4:31 pm
  • Updated:March 30, 2022 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হয়েছে৷ বদলে ইতিমধ্যেই বাজারে এসেছে ২০০০ টাকার নোট৷ ৫০০ টাকার নতুন নোট বাজারে এসে গেলেও এখনও সাধারণ মানুষের হাতে পৌঁছয়নি৷ কিন্তু টাকার অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ৷ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের সমস্ত এটিএমের টাকা শেষ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ কেন্দ্রর কাছে তিনি ২০০ টাকার নোট চালু করার দাবি জানান এদিন৷

এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার থেকে টাকা ফুরিয়ে যাওয়ার কারণে রাজ্যের বহু অংশের এটিএম বন্ধ৷ এর ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ গত সোমবার নায়ডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সমালোচনা করেন এবং জানান, নতুন ২০০০ টাকার নোট নিয়ে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে না৷ বরং তাঁরা সমস্যার সম্মুখীন হবেন এত বড় নোট খুচরো করতে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement