সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করে তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, বুধবার সন্ধেবেলা দু’জনের মধ্যে কথা হয় রাজ্যপালের ভূমিকা নিয়ে। রাজ্যপালের ভূমিকার সমালোচনা করার পাশাপাশি অবিজেপি জোট আরও পোক্ত করা নিয়েও স্ট্যালিনের সঙ্গে (MK Stalin) আলোচনা করেছেন মমতা। টুইট করে সেকথা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিজেই।
Hon WB CM @MamataOfficial spoke to me over phone to express her solidarity & admiration for our initiatives against the undemocratic functioning of Governors in non-BJP ruled states & suggested that all the Opposition CMs meet to decide the next course of action.#தீ_பரவட்டும்!
— M.K.Stalin (@mkstalin) April 19, 2023
ধনকড় গিয়েছেন, সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) এসেছেন। কিন্তু রাজ্যের প্রতি রাজভবনের আচরণে বিশেষ পরিবর্তন আসেনি। এমনটাই অভিযোগ তৃণমূলের। এরাজ্যের শাসকদল বলছে, আগের মতোই রাজভবনে আটকে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিল। শিক্ষাক্ষেত্রে মুখে সমন্বয়ের কথা বললেও রাজ্যপাল চলছেন নিজের মতো করে। রাজ্যকে অন্ধকারে রেখে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। একই অবস্থা তামিলনাড়ুর। সেখানেই সরকারের কাছে পদে পদে বাধা দেওয়ার অভিযোগ উঠছে রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপালের এই ভূমিকা নিয়ে সমানভাবে সরব স্ট্যালিনও। তামিলনাড়ুর রাজ্য বিধানসভা রাজ্যপালের ক্ষমতা খর্ব করার দাবিতে একটি বিলও এনেছেন তিনি।
সূত্রের খবর, এই পদক্ষেপে মমতা স্ট্যালিনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন,”অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালদের অগণতান্ত্রিক আচরণ নিয়ে আমরা যে পদক্ষেপ করেছি, বাংলার মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আমাদের সমর্থনের বার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা একত্রিত হয়ে বৈঠক করুক।” বস্তুত স্ট্যালিনও চাইছেন দ্রুত অবিজেপি মুখ্যমন্ত্রীরা রাজ্যপালের ভূমিকা নিয়ে বৈঠকে বসুন। এতে বিরোধী ঐক্যতেও খানিকটা শান দিয়ে নেওয়া যাবে।
বস্তুত, বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, ২০২৪ লোকসভায় বিজেপি ২০০ আসনও পেরবে না। বিরোধীরা সম্মিলিতভাবে কাজ করছে এবং নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে। তারপরই স্ট্যালিনের সঙ্গে তাঁর ফোনে কথা বলাটা বেশ তাৎপর্যপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.