Advertisement
Advertisement
Mamata Banerjee

চেন্নাইয়ে রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, কথা রজনীকান্তের সঙ্গে

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মাদল বাজাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

CM Mamata Banerjee meets Rajinikanth in Tamil Nadu | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 3, 2022 11:20 am
  • Updated:November 3, 2022 11:33 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (La. Ganesan) দাদার আশি বছরের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই বুধবার কলকাতা থেকে চেন্নাই গিয়েছেন মমতা। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে তামিলনাড়ুর রীতি মেনে মাদল বাজিয়ে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী নিজেও মাদল বাজান।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় (Kali Puja 2022) সস্ত্রীক যোগ দিয়েছিলেন রাজ্যপাল লা গণেশন। টালির চালে ছোট ঘরে মুখ্যমন্ত্রীর বাসস্থান দেখে কার্যত বিস্মিত হন ভারপ্রাপ্ত রাজ্যপাল। তখনই নিজের দাদার আশি বছরের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমন্ত্রণ জানান তিনি। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেন। মমতা ছাড়াও এই অনুষ্ঠানে তামিলনাড়ুর সমস্ত রাজনৈতিক দলের প্রবীণ নেতাদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন তামিলনাড়ুর বিদ্বজনেরাও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও অনুষ্ঠানে যোগ দেন।

[আরও পড়ুন: চুরির পর চিঠি পাঠিয়ে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায়ের চেষ্টা, জলপাইগুড়িতে গ্রেপ্তার যুবক]

তাৎপর্যপূর্ণভাবে দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকেও (Rajanikanth) রাজ্যপাল লা গণেশনের দাদার ৮০তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে রজনীকান্ত এবং মমতার মুখোমুখি সাক্ষাৎও হয়েছে। বেশ কিছুক্ষণ কথা হয়েছে দু’জনের। সূত্রের খবর, অনুষ্ঠান মঞ্চে মমতা উপস্থিত আছেন শুনে রজনীকান্ত নিজেই এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেন। যদিও এটা নেহাতই সৌজন্য বিনিময় বলে খবর। তাও সদ্য রাজনীতিতে হাত পাকানো রজনীর সঙ্গে মমতার এই সৌজন্য বিনিময় আলাদা গুরুত্বের দাবি রাখে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গেও এদিন ফের কথা হয় মমতার।

[আরও পড়ুন: সারদা ইস্যুতে শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ কুণালের]

স্ট্যালিনের সঙ্গে অবশ্য বুধবারই আলাদা করে বৈঠক করেছিলেন মমতা।  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। স্ট্যালিনকে (MK Stalin) বাংলার নারকেল নাড়ু উপহার দিয়ে এসেছেন মমতা। ইতিপূর্বে কলকাতায় এসে নারকেল নাড়ু খেয়ে মুগ্ধ হয়েছিলেন এ কে স্ট‌্যালিন। মমতার সে কথা মনে ছিল। সেই জন‌্যই বিশ্ববাংলা থেকে কেনা উপহারের পাশাপাশি তাঁর জন‌্য এক জার নারকেল নাড়ু নিয়ে যান মুখ‌্যমন্ত্রী। এমনিতেই স্ট‌্যালিনের সঙ্গে মমতার খুবই সুসম্পর্ক। ফলে রাজ‌্যপাল লা গণেশনের কাছ থেকে তাঁর চেন্নাইয়ের বাড়িতে যখন যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন, তখনই ঠিক করে নেন দেখা করবেন স্ট‌্যালিনের সঙ্গে। সে কথা নিজেই জানিয়ে মমতা বৈঠকের পর বলেন, ‘‘চেন্নাই আসব আর স্ট‌্যালিনের সঙ্গে দেখা করব না, হয় নাকি! আমাদের সম্পর্ক দাদা এবং বোনের।’’ যেহেতু বিজেপি বিরোধী শিবিরে মমতা-স্ট‌্যালিনের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ, সেই কারণে এই বৈঠক নিয়ে তুঙ্গে ওঠে আগ্রহ। যদিও মিনিট কুড়ির একান্ত কথায় তেমন কোনও বড় বিষয় সামনে আসেনি। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement