সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, পাওনা অর্থ আদায়, কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’-সহ একাধিক ইস্য়ু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে রাজ্যের বকেয়া বাবদ প্রায় ১ লক্ষ ৯৮৬ কোটি টাকার হিসেব লিখিত আকারে মোদিকে দিলেন মমতা।
দিল্লিতে ৭, লোককল্যাণ মার্গ অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় ৪০ মিনিট ধরে তাঁদের কথা হয়েছে বলে খবর। আলোচনা সেরে বেরিয়ে সোজা রাষ্ট্রপতি ভবনে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁকে হলুদ গোলাপের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মমতা। সাক্ষাতের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) তরফে টুইট করে সেই খবর জানানো হয়েছে।
এরপর বেরিয়ে সোজা ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে যান। সাংবাদিক বৈঠক করার কথা থাকলেও তা করেননি মুখ্যমন্ত্রী। শনিবার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে ফের এক মঞ্চে দেখা যাবে মোদি-মমতাকে।
পূর্বপরিকল্পনা মতো শুক্রবার বিকেল সাড়ে চারটেয় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সাক্ষাতের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান মোদি। প্রধানমন্ত্রীকে হলুদ গোলাপের তোড়া ও মিষ্টি উপহার দেন মমতা। দেওয়া হয় বাটিকের নকশা করা একটি উত্তরীয়ও। কেন্দ্রের কাছে রাজ্যের মোটা অঙ্কের পাওনা রয়েছে বহুদিন ধরে। সেসব আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এবারের রাজধানী সফর বলে আগেই আঁচ পাওয়া গিয়েছিল। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের দিকেই নজর ছিল সকলের।
বৈঠকের পর বোঝা গেল, হিসেবনিকেশ বোঝাতেই দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রধানমন্ত্রীকে তিন পাতার চিঠিতে রাজ্যের বকেয়া সমস্ত হিসেব বিস্তারিতভাবে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোভিড, প্রাকৃতিক দুর্যোগ এবং কেন্দ্রীয় প্রকল্প মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটিরও বেশি।
সংবাদমাধ্যমের সামনে এসেছে মোদিকে দেওয়া মমতার সেই হিসেবের খতিয়ান। তাতে দেখা যাচ্ছে, শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্পের টাকা বাবদই পাওনার অঙ্ক ৩৯,৩২২.৬০ কোটি টাকা। প্রাকৃতিক দুর্যোগের জন্য রাজ্য পাবে ৬০,৬২৯.২৮ কোটি টাকা। এরপরও পারফরম্যান্সের ভিত্তিতে অনুদান পাওয়ার কথা রাজ্যের। সবমিলিয়ে মোট প্রাপ্য ১ লক্ষ ৯৬৮.৪৪ কোটি টাকা। এই বকেয়া যাতে দ্রুত মিটিয়ে দেওয়া হয়, তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই অনুরোধ কতটা ফলপ্রসূ হয়, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.