Advertisement
Advertisement

বিজেপিকে বিপাকে ফেলে আডবানীর সঙ্গে বৈঠক মমতার

সন্ধেয় সনিয়া-রাহুলের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী৷

CM mamata banerjee meets lalkrishna advani in parliament
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2018 2:02 pm
  • Updated:August 2, 2018 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী ঐক্যে শান দিতে সংসদভবনে পা রেখেই জাতীয় রাজনীতির আলো নিজের কাছেই রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার, বিজেপির অস্বস্তি বাড়িয়ে সংসদভবনে লালকৃষ্ণ আডবানীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে এদিন আডবানীর শরণাপন্ন হন মমতা৷ সূত্রে খবর, ঠিক কোথায় আঘাত হানলে বিজেপিকে নির্বাচনী মঞ্চে পরাস্ত করা যায়, সে বিষয়েও বিজেপির বর্ষীয়ান নেতার কাছ থেকে পরামর্শ নেন মুখ্যমন্ত্রী৷ ফেডারেল ফ্রন্টের রূপরেখা নিয়েও আলোচনা করেন তিনি৷ আজ, লালকৃষ্ণ আডবানীর পাশাপাশি বাংলার অগ্নিকন্যা সংসদে ১৮টি আঞ্চলিক দলের সঙ্গে বৈঠক করে ফেডারেল ফ্রন্ট গঠনের বার্তা দিবেন বলে তৃণমূল সূত্রে খবর৷

[শুধু সংখ্যালঘু নয়, কতটা ক্ষতিগ্রস্ত অসমের হিন্দু বাঙালিরা?]

আজ, দিনভর রাজধানীতে চূড়ান্ত ব্যস্ততা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপিকে টেক্কা দিতে ইতিমধ্যেই ‘রাজনৈতিক বাজার’ শুরু করে দিয়েছেন মমতা৷ বিরোধী ঐক্য শান দিতে আজ, সংসদের সেন্ট্রাল হলে অবিজেপি দেশের ১৮টি আঞ্চলিক দলের সঙ্গে বৈঠক করেন মমতা৷ তুলবেন ফেডারেল ফ্রন্ট গঠনের প্রস্তাব৷ সব ঠিকঠাক থাকলে আজই আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ফেডারেল ফ্রন্ট গঠনের প্রস্তাব দিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ দিনভর আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকের পর সনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক করেন মমতা৷ আজ সন্ধ্যায় সনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক করে ১৯ জানুয়ারি তৃণমূলের ডাকা বিজেপি বিরোধী ব্রিগেড সমাবেশের আমন্ত্রণ জানানো হবে বলে তৃণমূল সূত্রে খবর৷

Advertisement

[মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম]

২০১৯-এর লোকসভা নির্বাচনে অসমে এনআরসি-সহ নোটবন্দি-জিএসটি ইস্যুতে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯-এ শুরু থেকেই বিজেপি বিরোধী লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি আগেই ঘোষণা করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ এবার রাজধানীতে গিয়ে জোট গঠনের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে সংসদভবন দাপিয়ে চলেছে বাংলার ‘মা-মাটি-মানুষে’র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement