সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অসাংবিধানিক’ নির্বাচনী বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগ তুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তাঁর সাফ কথা, নির্বাচনী বন্ড নিয়ে কংগ্রেস যে দুর্নীতির অভিযোগ তুলছে, সেসব ভিত্তিহীন। এ ভাবে ভিত্তিহীন অভিযোগ তোলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হিমন্তর এই হুঁশিয়ারি মূলত অসমের নওগাঁয়ের কংগ্রেস সাংসদ প্রদ্যুত বরদলোইয়ের বিরুদ্ধে। প্রদ্যোত সোশাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন নির্বাচনী বন্ড কিনে চাঁদা দেওয়ার পরেই হাজার-হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের বরাত পেয়েছে কয়েকটি সংস্থা। কংগ্রেস (Congress) সাংসদ দাবি করেন, অসমের একটি সংস্থা নাকি অসম সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করে প্রতিশ্রুতি দিয়েছিল সরকারি প্রকল্পের বরাত পেলে বিজেপিকে বড় মাপের অনুদান দেবে। তার পরই তাঁরা বড় সরকারি প্রকল্পের বরাত পায়। শুধু তাই নয়, স্টেট ব্যাঙ্কের দেওয়া তথ্য বলছে, ওই সংস্থা নাকি সত্যিই বন্ডের মাধ্যমে বড় অঙ্কে অনুদান করেছে।
যদিও অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট সেই অভিযোগ অস্বীকার করেছেন। হিমন্ত বলছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। যে মউ চুক্তির কথা বলা হচ্ছে, সেই চুক্তিটি অসম সরকার এবং ওই সংস্থার মধ্যে হয়েছিল কিছু সরকারি প্রকল্পে অনুদানের জন্য। ওই সংস্থাটি সরকারি একটি মেডিক্যাল তৈরির কাজে অনুদান করেছে। এবং সেই প্রকল্পের কাজ পুরোদমে চলছে। এই ধরনের ভুয়ো, ভিত্তিহীন অভিযোগ করা হলে পরবর্তী কালে আইনি পদক্ষেপ করা হবে।
বস্তুত স্টেট ব্যাঙ্ক (SBI) নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করার পরই নানাভাবে বিজেপিকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বন্ডের মাধ্যমে যেসব অনুদান করা হয়েছে তা বেশ সন্দেহজনক। যদিও বিজেপির দাবি সবটাই ধারণা। হিমন্ত বিশ্বশর্মা এবার স্পষ্ট করে দিলেন, স্রেফ ধারণার ভিত্তিতে কোনও অভিযোগ করলে আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.