Advertisement
Advertisement

ছেলে অখিলেশকে দল থেকে বরখাস্ত করলেন মুলায়ম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূষলপর্ব চলছিলই৷ এবার তার চরম পরিণতি দেখা গেল৷ খোদ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেই বরখাস্ত করা হল সমাজবাদী পার্টি থেকে৷আরও পড়ুন:গ্যাস চেম্বার দিল্লি! সোম থেকে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস! রাজধানীতে ট্রাক ঢোকা নিষিদ্ধসমাজমাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গ, ঝাড়খণ্ড বিজেপিকে ‘বিভ্রান্তিকর’ পোস্ট সরাতে বলল কমিশন Advertisement বেশ কয়েকমাস ধরেই যাদব পরিবারে দ্বন্দ্ব চলছিল৷ একদিকে নেতাজি মুলায়মের […]

CM Akhilesh Yadav expelled from SP for 6 years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 7:09 pm
  • Updated:December 30, 2016 7:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূষলপর্ব চলছিলই৷ এবার তার চরম পরিণতি দেখা গেল৷ খোদ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেই বরখাস্ত করা হল সমাজবাদী পার্টি থেকে৷

বেশ কয়েকমাস ধরেই যাদব পরিবারে দ্বন্দ্ব চলছিল৷ একদিকে নেতাজি মুলায়মের গোষ্ঠি, অন্যদিকে অখিলেশ ঘনিষ্টদের মধ্যে মতবিরোধ চরমে উঠেছিল৷ যদিও তা সামাল দিয়ে দলের ঐক্য বজায় রাখার চেষ্টা করছিলেন মুলায়ম৷ আপাতভাবে সে ঝামেলা মিটেওছিল৷ আসন্ন নির্বাচনে অখিলেশকেই মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল৷ কিন্তু নির্বাচনের তালিকা প্রকাশ নিয়ে ফের সমস্যা বাধে৷ তার জেরেই ছয় বছরের জন্য অখিলেশকে বরখাস্ত করা হল সপা থেকে৷ শুক্রবার এ ঘোষণা করেন মুলায়ম সিং যাদব স্বয়ং৷ জানান, দলকে বাঁচাতেই এরকম কঠোর সিদ্ধান্ত নিতে হল৷ এর ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে বসবে, তা পরে আলোচনা করে ঠিক করা হবে বলেও জানান তিনি৷

Advertisement

বরখাস্তের কারণ হিসেবে অখিলেশের বিরুদ্ধে দলীয় নিয়মবঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ দ্বিধাহীনভাবে এদিন নেতাজি মুলায়ম জানিয়েছেন, ছেলে হলেও অখিলেশের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নিতেই হত৷ কেননা সবকিছুর থেকে দল আগে৷ দলকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ অবধারিত হয়ে উঠেছিল৷

 একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে অখিলেশ ঘনিষ্ঠ রামগোপাল যাদবকেও৷ এদিন আক্ষেপ করে মুলায়ম বলেন, রামগোপাল অখিলেশকে ভুল পরামর্শ দিয়ে চলেছেন৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী তা বোঝেননি৷ অনেক কষ্ট করেই এই দল গড়ে তুলেছেন বলে জানান মুলায়ম৷ অখিলেশ মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাঁর কারণেই৷ কিন্তু রামগোপালের প্ররোচনায় অখিলেশ নিজের ভাল বুঝতে পারেননি বলেই এদিন জানান তিনি৷ আর সেই প্রেক্ষিতেই তাঁর এই পদক্ষেপ৷ তাঁর দাবি, দলকে রক্ষা করতে অখিলেশকে বরখাস্ত করা ছাড়া অন্য কোনও বিকল্প রাস্তা ছিল না৷ নজিরবিহীন এই সিদ্ধান্তে যাদব বংশের রাজনীতি ও উত্তরপ্রদেশের ভবিষ্যৎ দুইই এক নতুন বাঁকের মুখে দাঁড়াল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement