সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূষলপর্ব চলছিলই৷ এবার তার চরম পরিণতি দেখা গেল৷ খোদ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেই বরখাস্ত করা হল সমাজবাদী পার্টি থেকে৷
বেশ কয়েকমাস ধরেই যাদব পরিবারে দ্বন্দ্ব চলছিল৷ একদিকে নেতাজি মুলায়মের গোষ্ঠি, অন্যদিকে অখিলেশ ঘনিষ্টদের মধ্যে মতবিরোধ চরমে উঠেছিল৷ যদিও তা সামাল দিয়ে দলের ঐক্য বজায় রাখার চেষ্টা করছিলেন মুলায়ম৷ আপাতভাবে সে ঝামেলা মিটেওছিল৷ আসন্ন নির্বাচনে অখিলেশকেই মুখ হিসেবে তুলে ধরা হয়েছিল৷ কিন্তু নির্বাচনের তালিকা প্রকাশ নিয়ে ফের সমস্যা বাধে৷ তার জেরেই ছয় বছরের জন্য অখিলেশকে বরখাস্ত করা হল সপা থেকে৷ শুক্রবার এ ঘোষণা করেন মুলায়ম সিং যাদব স্বয়ং৷ জানান, দলকে বাঁচাতেই এরকম কঠোর সিদ্ধান্ত নিতে হল৷ এর ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে বসবে, তা পরে আলোচনা করে ঠিক করা হবে বলেও জানান তিনি৷
বরখাস্তের কারণ হিসেবে অখিলেশের বিরুদ্ধে দলীয় নিয়মবঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ দ্বিধাহীনভাবে এদিন নেতাজি মুলায়ম জানিয়েছেন, ছেলে হলেও অখিলেশের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নিতেই হত৷ কেননা সবকিছুর থেকে দল আগে৷ দলকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ অবধারিত হয়ে উঠেছিল৷
Lucknow: UP CM Akhilesh Yadav expelled for six years from Samajwadi Party; Supporters gather outside his residence. pic.twitter.com/s0TbWY1ObW
— ANI UP (@ANINewsUP) December 30, 2016
একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে অখিলেশ ঘনিষ্ঠ রামগোপাল যাদবকেও৷ এদিন আক্ষেপ করে মুলায়ম বলেন, রামগোপাল অখিলেশকে ভুল পরামর্শ দিয়ে চলেছেন৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী তা বোঝেননি৷ অনেক কষ্ট করেই এই দল গড়ে তুলেছেন বলে জানান মুলায়ম৷ অখিলেশ মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাঁর কারণেই৷ কিন্তু রামগোপালের প্ররোচনায় অখিলেশ নিজের ভাল বুঝতে পারেননি বলেই এদিন জানান তিনি৷ আর সেই প্রেক্ষিতেই তাঁর এই পদক্ষেপ৷ তাঁর দাবি, দলকে রক্ষা করতে অখিলেশকে বরখাস্ত করা ছাড়া অন্য কোনও বিকল্প রাস্তা ছিল না৷ নজিরবিহীন এই সিদ্ধান্তে যাদব বংশের রাজনীতি ও উত্তরপ্রদেশের ভবিষ্যৎ দুইই এক নতুন বাঁকের মুখে দাঁড়াল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.