উত্তরাখণ্ডের ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে দিল্লি-সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত দিল্লিতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে সোমবার সকালে উত্তরখাণ্ডের (Uttarakhand) পিথোরগড় জেলার একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে তিন জনের। নিখোঁজ হয়েছেন অন্য একটি গ্রামের কমপক্ষে ৯ জন মানুষ। অসমেও নতুন করে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
3 people in the Madkot village lost their lives while 8 people from a neighbouring village are missing following a cloud burst. A rescue team is present at the spot: District Magistrate Pithoragarh V K Jogdande #Uttarakhand pic.twitter.com/bPQ1fAvjBl
— ANI (@ANI) July 20, 2020
উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার বাঙ্গাপানি এলাকার জিলা গ্রামে মেঘভাঙা (Cloudburst) বৃষ্টির ফলে তিন জনের মৃত্যু হয়েছে। আর একই জেলার মুন্সিয়ারি এলাকার টাগা গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৯ জন। খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। খোঁজ চলছে নিখোঁজ হওয়া মানুষদেরও। এর পাশাপাশি প্রবল বর্ষণের ফলে পিথোরগড়-সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে দিল্লিতে বৃষ্টির জেরে রবিবার চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে মিন্টো ব্রিজ এলাকায় জলে ডুবে মারা গিয়েছেন ৬০ বছরের একজন গাড়িচালক। অসমেও সোমবার সকালে বন্যাজনিত কারণে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিহারেও পাটনা-সহ বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।
Bihar: Water enters houses after incessant rainfall in the state capital, normal life affected; Visuals from Kadamkuna area in Patna. pic.twitter.com/n0G28DM783
— ANI (@ANI) July 20, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.