Advertisement
Advertisement

Breaking News

৩০ লক্ষ গ্রাহকের ডেবিট কার্ড ও পিন নম্বর ফাঁসের আশঙ্কা!

এসবিআই একাই প্রায় ছয় লক্ষ গ্রাহকের ডেবিট কার্ড ব্লক করে দিচ্ছে৷

Close to 30 lakh debit cards are understood to have been used in ATMs that are suspected to have exposed card and PIN details 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 12:23 pm
  • Updated:October 20, 2016 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৩০ লক্ষ ডেবিট কার্ড ব্যবহারকারীর কার্ড ও পিন নম্বর ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হল দেশজুড়ে! ডেবিট কার্ড ও কার্ডের পিন নম্বর ফাঁস হওয়ার আশঙ্কায় ভুগছেন স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক-সহ একাধিক সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন ব্যাঙ্কের গ্রাহকরা!

অনুমান, কোনও অসাধু ম্যালওয়্যারের মাধ্যমে গ্রাহকদের ডেবিট কার্ড ও তার পিন নম্বর ফাঁস হয়ে গিয়েছে৷ ঘটনার জেরে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) একাই প্রায় ছয় লক্ষ গ্রাহকের ডেবিট কার্ড ব্লক করে দিচ্ছে৷ গ্রাহকদের জন্য ফের নতুন কার্ড ইস্যু করা হবে৷ নিরাপত্তাজনিত কারণেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ব্যাঙ্ক সূত্রে৷

Advertisement

গ্রাহকের ব্যক্তিগত তথ্য যাতে নিরাপদ থাকে, তার দিকে বিশেষ নজর রাখার জন্যই এই ব্যবস্থা৷ কার্ডের নেটওয়ার্ক কোম্পানি এনপিসিএল, মাস্টার কার্ড ও ভিসা কার্ড বিভিন্ন ব্যাঙ্ককে সতর্ক করেছে যাতে গ্রাহকের ব্যক্তিগত কোনও তথ্য ফাঁস না হয়৷ একাধিক ব্যাঙ্ক তাদের গ্রাহককে পিন নম্বর বদলে ফেলার অনুরোধ জানাচ্ছে৷ একইসঙ্গে আন্তর্জাতিক স্তরেও সমস্ত লেনদেন বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে৷

ওয়াকিবহাল মহলের বক্তব্য, সমস্যার সূত্রপাত হিতাচি পেমেন্ট সার্ভিস-এর সিস্টেম থেকে৷ যারা ইয়েস ব্যাঙ্কের যাবতীয় এটিএম নেটওয়ার্ক পরিচালনা করে৷ গত জুলাই মাসে সমস্যাটি প্রথম প্রকাশ্যে আসে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে এটিএমগুলিতে রিভিউয়ের নির্দেশ দিয়েছে ইয়েস ব্যাঙ্ক৷ তবে গ্রাহকদের সমস্ত আর্থিক লেনদেন এখন সুরক্ষিত রয়েছে বলেই জানানো হয়েছে ব্যাঙ্কটির তরফে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement