Advertisement
Advertisement

Breaking News

Nishikant Dubey

‘সংসদ বন্ধ করে দিন, আইন তো সুপ্রিম কোর্ট করছে’, ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ বিজেপির নিশিকান্ত

নিশিকান্তকে পালটা তোপ কংগ্রেসের।

Close down Parliament, Nishikant Dubey attacks Supreme Court on Waqf hearing

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:April 19, 2025 8:27 pm
  • Updated:April 19, 2025 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের শুনানির ঘটনায় কড়া প্রতিক্রিয়া বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। শনিবার সোশাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে জানালেন, ‘যদি আইন তৈরি করা সুপ্রিম কোর্টের কাজ হয় তাহলে সংসদ বন্ধ করে দিন।’ বিজেপি সাংসদের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তাঁর বিরুদ্ধে পালটা তোপ দেগেছে কংগ্রেস। সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছে কংগ্রেস।

Advertisement

ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পর দেশজুড়ে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে মুসলিম সম্প্রদায়। শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা। এই আইনের মূলত দুটি বিষয় নিয়ে আপত্তি তুলেছেন মুসলিমরা। উত্তরাধিকার এবং ওয়াকফ বোর্ডে অমুসলিম সম্প্রদায়ের মানুষের অন্তর্ভুক্তি। এই মামলার শেষ শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যেসব সম্পত্তি ব্যবহারে ওয়াকফ বা ওয়াকফ ব্যবহারকারী (ওয়াক্‌ফ-বাই-ইউজার) হিসেবে নিবন্ধিত বা নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে — তাদের চরিত্র বদল করা যাবে না। রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্যপদে কোনও নিয়োগ হবে না। ৫ মে পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। এদিকে আগামী সাতদিনের মধ্যে কেন্দ্রকে হলফনামা দাখিল করে জবাব দিতে হবে।

তবে সংসদে আইন পাশ হওয়ার পর সেই আইন নিয়ে সুপ্রিম কোর্টের কাটাছেঁড়ায় যারপরনাই ক্ষুব্ধ শাসকদল বিজেপি। মামলা শীর্ষ আদালতে ওঠার আগে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, “শীর্ষ আদালতের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। বিচারব্যবস্থা সংসদে পাশ হওয়া আইনের বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করবে না। আমাদের একে অপরকে সম্মান করা উচিত। আর যদি হস্তক্ষেপ করে তাহলে মোটেই তা ভাল বিষয় হবে না।” যদিও বাস্তবে দেখা যায় শীর্ষ আদালত এই আইনের উপর হস্তক্ষেপ করেছে। এরপরই শনিবার এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে ঝাড়খণ্ডের গোড্ডা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লিখলেন, ‘আইন যদি শীর্ষ আদালত তৈরি করে তাহলে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত।’

এদিকে নিশিকান্ত দুবের বিবৃতির পালটা দিয়ে কংগ্রেসের তরফে মানিকম ঠাকুর বলেন, “সুপ্রিম কোর্টের উদ্দেশে এই ধরনের মন্তব্য অবমাননাকর। নিশিকান্ত দুবে হলেন এমন একজন ব্যক্তি যিনি লাগাতার সাংবিধানিক সংস্থাগুলিকে নষ্ট করার চেষ্টা করেন। এখন সুপ্রিম কোর্টের উপর আক্রমণ করছেন উনি। আশা করব বিচারপতিরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন। কারণ উনি সংসদের ভিতরে নয়, বাইরে এই ধরনের মন্তব্য করছেন। শীর্ষ আদালতের উদ্দেশে তাঁর এই মন্তব্য কোনওভাবেই গ্রহনযোগ্য নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement