Advertisement
Advertisement

দাড়ি না কাটলে আত্মহত্যার হুমকি স্ত্রী’র, বিড়ম্বনায় মৌলবি

শাহরুখ, সলমনদের মতো ক্লিন শেভেন পুরুষ পছন্দ স্ত্রীর, তাই এই আবদার?

Cleric Finds Himself In A Spot, Wife Threatens Suicide If He Doesn't Shave His Beard!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 4:09 pm
  • Updated:July 19, 2016 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঁড়ি মাঝির দাড়ি সুকুমার রায়ের যতই পছন্দ হোক, দাড়ির বিড়ম্বনায় পড়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আরশাদ বদরুদ্দিনের৷ ৩৮ বছরের বদরুদ্দিন একজন মৌলবি৷ স্ত্রী ও চার সন্তান নিয়ে সংসার৷ কিন্তু, সংসারে শান্তি নেই শুধু স্ত্রী’র এক আবদারে৷ আবদার, দাড়ি কেটে ফেলতে হবে তাঁকে৷ না হলে সন্তানদের বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন আরশাদের স্ত্রী সাহানা৷

পুরো ঘটনার বিবরণ জানিয়ে স্থানীয় জেলাশাসককে একটি লম্বা চিঠি লিখেছেন আরশাদ৷ যাতে তিনি বলেছেন, ২০০১ সালে উত্তরপ্রদেশের হাপুর জেলার সাহানার সঙ্গে বিয়ে হয় তাঁর৷ বিয়ের পর থেকেই তাঁকে দাড়ি কাটার জন্য জোর করতে থাকে সাহানা৷ কারণ শাহরুখ, সলমনদের মতো ক্লিন শেভেন মুখই পছন্দ তাঁর৷ মৌলবি হওয়ার কারণে এই কাজ তাঁর পক্ষে করা সম্ভব নয় বলে সাহানাকে বোঝাবার অনেক চেষ্টা করেছেন৷ কিন্তু, সাহানা এত বছর পরেও জেদ ছাড়েনি৷ কথায় কথায় মৃত্যুর হুমকি তো দেয়ই, ফোনে অন্য পুরুষের সঙ্গেও চ্যাট করে বলে অভিযোগ আরশাদের৷

Advertisement

চলতি বছরের ইদেও তাঁকে দাড়ি নিয়ে খোঁটা দিয়েছেন সাহানা৷ এমনকী বাচ্চাদের ও নিজের জন্য আধুনিক পোশাক কিনবেন বলেও জেদ ধরেছিলেন৷ আরশাদ বারণ করায় ঘরের দরজা বন্ধ করে নাকি গলায় ফাঁসও লাগাতে গিয়েছিলেন৷ কোনওক্রমে তাঁকে বাঁচাতে পেরেছেন বদরুদ্দিন৷ এবারে নিজে বাঁচার আশায় জেলা শাসকের দরবারে আর্জি জানিয়েছেন তিনি৷ বদরুদ্দিনের একটাই ভয়, সাহানা কিছু একটা করে ফেললে তাঁর উপরে যেন তার দায় না বর্তায়৷ জেলাশাসকের তরফে জানানো হয়েছে, স্থানীয় এসএসপি-কে পাঠানো হয়েছে আরশাদের অভিযোগ৷ সত্যতা যাচাই করার ভার তাঁদেরই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement