Advertisement
Advertisement

প্রতিবন্ধী সহপাঠীকে হুইলচেয়ার কিনে দিয়ে নজির গড়ল পড়ুয়ারা

মানবিকতার পাঠ পড়াল খুদেরা৷

Class II Students Contribute Money To Gift A Wheelchair To Differently Abled Friend
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2017 6:13 am
  • Updated:January 27, 2017 6:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলেছে ছোটরা নজির গড়তে পারে না? কে বলেছে তাঁরা দায়িত্ব নিতে পারে না? রাজস্থানের একদল খুদে স্কুল পড়ুয়া এমন কাজ করে দেখাল সম্প্রতি, তা দেখে বড়রাও শিক্ষা নিচ্ছেন রীতিমতো৷ রাজস্থানের শ্রী গঙ্গানগর গ্রামের স্থানীয় স্কুলের পড়ুয়ারা নিজেদের জমানো টাকা দিয়ে হুইল চেয়ার কিনে দিল শারীরিক প্রতিবন্ধী সহপাঠীকে৷ স্টেপিং স্টোন ইংলিশ মডার্ন স্কুলের এই ঘটনাই এখন সকলের মুখে মুখ ফিরছে৷

রাজস্থানের হারকেওয়ালা গ্রামের ১০ বছরের উষা স্থানীয় সরকারি স্কুলেই লেখাপড়া করে৷ কৃষক পরিবারের এই ছোট্ট মেয়েটির হাঁটা চলায় তীব্র সমস্যা৷ দ্বিতীয় শ্রেণির উষাই একটি অনুষ্ঠানে যোগ দিতে স্টেপিং স্টোন স্কুলে এসেছিল৷ আর তার হাঁটাচলার এই সমস্যাই নজরে পরেছিল আর এক খুদে ছাত্রী খ্যাতির৷ উষার এই সমস্যা তার নজরে আসায় সে এই বিষয়টি তার ঠাকুরদা জানায়৷ উষাকে কী করে সাহায্য করা যায় তা ভেবেই নাকি বেশ চিন্তায় ছিল ছোট্ট মেয়েটি৷ আর ঠিক এই সুযোগেরই অপেক্ষায় যেন ছিলেন ঠাকুরদা৷ ছোট্ট মেয়েটিকে বুঝিয়ে দিলেন আর্থিক অনটনের জন্যই উষা নিজের এই সমস্যাকে কাটিয়ে উঠতে পারছে না৷ আর এরপরেই খ্যাতির চেষ্টা শুরু৷ উষার কষ্টলাঘব করার জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে৷ এই চেষ্টাতেই নিজের ‘পিগি ব্যাঙ্ক’-এর টাকা বের করে নেয় সে৷ নিজের ক্লাসের পড়ুয়াদেরও সেই কথা জানালে তারাও এগিয়ে আসে উষার সাহায্যে৷ প্রত্যেকে ১০০ টাকা করে দিয়ে বেশ কিছুটা টাকা জোগাড় করে৷ ছোট্ট শিশুদের এই উৎসাহ দেখে এগিয়ে আসে স্কুল কর্তৃপক্ষও৷ স্কুলের থেকেও টাকা দেওয়া হয় উষার জন্য৷ আর এরপরেই উষার জন্য কেনা হয় হুইলচেয়ার৷

Advertisement

এতে উষার সব সমস্যা না কাটলেও হাঁটতে গিয়ে প্রাথমিকভাবে যে সমস্যার সম্মুখীন হচ্ছিল সে, তা কিছুটা হলেও লাঘব হল৷

(দিল্লি থেকে মুম্বই যাত্রা ১ ঘন্টায়, নয়া উদ্যোগ মোদি সরকারের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement