Advertisement
Advertisement

Breaking News

Rape

স্কুলফেরত কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! দেশের ‘ধর্ষণ-রাজধানী’ রাজস্থান, তোপ বিজেপির

বুধবারই আরেক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য।

Class 9 girl allegedly gang-raped by 3 men in Rajasthan। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:August 4, 2023 3:34 pm
  • Updated:August 4, 2023 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় চাঞ্চল্য রাজস্থানে (Rajasthan)। ইতিমধ্যেই বিজেপি সেরাজ্যের গেহলট সরকারকে তোপ দেগে রাজস্থানকে দেশের ‘ধর্ষণ-রাজধানী’ বলে উল্লেখ করেছে। এর মধ্যেই সামনে এল আরও এক গণধর্ষণের ঘটনা। নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের (Gang rape) অভিযোগ উঠল ৩ অভিযুক্তের বিরুদ্ধে। তাদের এখনও আটক করতে পারেনি পুলিশ।

ঠিক কী অভিযোগ? রাজস্থানের দুঙ্গারপুরের ওই নাবালিকা বুধবার স্কুল থেকে ফিরছিল। তখনই তাকে গাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর একটি জঙ্গল সংলগ্ন অঞ্চলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তারা। কিশোরীর বয়ান থেকে পুলিশ জানতে পেরেছে, ৩ অভিযুক্তের মধ্যে একজন তার পূর্ব পরিচিত। এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন। এদিকে ভিলওয়ারার এক কিশোরীকে গণধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে। প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হয় দেহ। দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তিন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি উসকে প্রকাশ্যে ‘রক্তবীজ’-এর ঝাঁজালো মোশন পোস্টার, দেখুন]

ইতিমধ্যেই গেরুয়া শিবির তোপ দেগেছে রাজ্যের শাসক কংগ্রেসকে। বিজেপি সাংসদ রঞ্জিতা কোলির দাবি, রাজস্থানে মহিলাদের স্থান অত্যন্ত সম্মানের। কিন্তু গেহলট সরকারের আমলে তা দেশের ‘ধর্ষণ-রাজধানী’ হয়ে উঠেছে।

[আরও পড়ুন: লোকসভার আগে ব্রিগেডে লক্ষ মানুষের সমাগমে গীতাপাঠ! আয়োজক RSS ঘনিষ্ঠ সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement