ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলা রাস্তায় শ্লীলতাহানির (Molestation) মুখে পড়ে বাধা দেওয়ার ‘শাস্তি’ পেল এক কিশোরী। কয়েক সেকেন্ডের মধ্যে মুহর্মুহু ছুরির আঘাতে রক্তাক্ত হতে হল তাকে। ছুরির আঘাতে রাস্তাতেই লুটিয়ে পড়ে সে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে তাকে। পুলিশ পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিহারের (Bihar) গোপালগঞ্জে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নির্যাতিতা কিশোরীর পরিবারের দাবি, অভিযুক্ত তরুণ নিয়মিতই পিছু নিত ওই কিশোরীর। তাকে উত্যক্ত করত। অষ্টম শ্রেণির ওই ছাত্রী নিজের গ্রাম থেকে পাশের গ্রামে পড়তে যেত। অভিযুক্ত তরুণ ওই গ্রামেরই বাসিন্দা ছিল। পথেঘাটে সে নানা ভাবে বিরক্ত করত মেয়েটিকে। কিশোরীর পরিবারের তরফে এব্যাপারে তরুণের পরিবারকে জানানো হলেও অভিযুক্তের আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি।
ঘটনার দিন যখন ওই কিশোরী বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ফিরছিল সেই সময় তার পিছু নিয়েছিল সে। এরপরই প্রকাশ্য়ে ওই কিশোরীর উপরে চড়াও হয় সে। কিশোরী বাধা দিলে ছুরি বের করে তার শরীরে কোপ মারতে থাকে সে। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে অভিযুক্ত ১৩ সেকেন্ডে ৮ বার ছুরির কোপ বসিয়ে দিচ্ছে কিশোরীর শরীরে। তার সঙ্গী আরেক তরুণ বারবার অভিযুক্তকে টেনে ধরলেও তাকে রোখা যাচ্ছিল না। শেষমেশ কয়েকবার কোপ মারার পরে সে পালিয়ে যায়।
দ্রুত গোপালগঞ্জের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। পরে তাকে পাটনার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অভিযুক্ত পলাতক হলেও পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.