Advertisement
Advertisement

Breaking News

Bihar

শ্লীলতাহানিতে বাধা, অষ্টম শ্রেণির ছাত্রীকে রাস্তার উপরেই ১৩ সেকেন্ডে ৮ কোপ অভিযুক্তের

ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ।

Class 8 girl in Bihar stabbed for resisting molestation। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:December 23, 2021 2:25 pm
  • Updated:December 23, 2021 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলা রাস্তায় শ্লীলতাহানির (Molestation) মুখে পড়ে বাধা দেওয়ার ‘শাস্তি’ পেল এক কিশোরী। কয়েক সেকেন্ডের মধ্যে মুহর্মুহু ছুরির আঘাতে রক্তাক্ত হতে হল তাকে। ছুরির আঘাতে রাস্তাতেই লুটিয়ে পড়ে সে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে তাকে। পুলিশ পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বিহারের (Bihar) গোপালগঞ্জে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নির্যাতিতা কিশোরীর পরিবারের দাবি, অভিযুক্ত তরুণ নিয়মিতই পিছু নিত ওই কিশোরীর। তাকে উত্যক্ত করত। অষ্টম শ্রেণির ওই ছাত্রী নিজের গ্রাম থেকে পাশের গ্রামে পড়তে যেত। অভিযুক্ত তরুণ ওই গ্রামেরই বাসিন্দা ছিল। পথেঘাটে সে নানা ভাবে বিরক্ত করত মেয়েটিকে। কিশোরীর পরিবারের তরফে এব্যাপারে তরুণের পরিবারকে জানানো হলেও অভিযুক্তের আচরণে কোনও পরিবর্তন দেখা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: বন্ধুর সঙ্গে ঝগড়া, খুন করে দেহ খণ্ড খণ্ড করল কিশোর! হাড়হিম ঘটনায় আতঙ্ক এলাকায়]

ঘটনার দিন যখন ওই কিশোরী বন্ধুদের সঙ্গে স্কুল থেকে ফিরছিল সেই সময় তার পিছু নিয়েছিল সে। এরপরই প্রকাশ্য়ে ওই কিশোরীর উপরে চড়াও হয় সে। কিশোরী বাধা দিলে ছুরি বের করে তার শরীরে কোপ মারতে থাকে সে। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে অভিযুক্ত ১৩ সেকেন্ডে ৮ বার ছুরির কোপ বসিয়ে দিচ্ছে কিশোরীর শরীরে। তার সঙ্গী আরেক তরুণ বারবার অভিযুক্তকে টেনে ধরলেও তাকে রোখা যাচ্ছিল না। শেষমেশ কয়েকবার কোপ মারার পরে সে পালিয়ে যায়।

দ্রুত গোপালগঞ্জের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। পরে তাকে পাটনার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। অভিযুক্ত পলাতক হলেও পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: Coronavirus Update: ওমিক্রনের দাপটের মাঝে দেশে বাড়ছে করোনায় মৃত্যুর হার, ঊর্ধ্বমুখী সংক্রমণও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub