ছবি: প্রতীকী
সংবাদ প্রিতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rjasthan) দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তাঁরই ৩ সহপাঠীর বিরুদ্ধে। দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে বলে চালানোর চেষ্টা করে অভিযুক্তরা। তারাই তরুণীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় ছাত্রীর। নির্যাতিতার পরিবারের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক যোগ থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে শুরুতে ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে চাপে পড়ে এফআইআর নেওয়া হয়। থানার বাইরে বিক্ষোভ দেখান তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিকর জেলার লক্ষ্মণনগর থানা এলাকার বাসিন্দা ওই ছাত্রী। দাদুর সঙ্গে থাকতেন তিনি। বাবা কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। ছাত্রীর কাকা ৩ সহপাঠী এবং ভাইঝির তুতো বোনের এক বান্ধবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর দাবি, ছাত্রীর তুতো বোনের বান্ধবীর যোগসাজশেই ৩ সহপাঠী ধর্ষণ করে। ভয়ংকর অত্যাচারে গুরুতর জখম ছাত্রীকে অভিযুক্তরাই স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় তরুণীর। হাসপাতালে অভিযুক্তরা জানান পথ দুর্ঘটনায় জখম হন ছাত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.