Advertisement
Advertisement

Breaking News

Tamil Nadu

ক্লাসের মাঝে হঠাৎ লুটিয়ে পড়ল কিশোরী, কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা

দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Class 11 student dies in Tamil Nadu school

ছবি: সংগৃহিত।

Published by: Subhankar Patra
  • Posted:December 11, 2024 7:57 pm
  • Updated:December 11, 2024 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা ক্লাসরুম। সবাই নিজেদের পড়াতে ব্যস্ত। মাথা নিচু করে বসেছিল বছর ১৪-র এক ছাত্রী। হঠাৎই সহপাঠীর কোলে হেলে পড়ে সে। কিছু বোঝার আগেই মাটিতে লুটিয়ে পড়ে নাবালিকা। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রানিপত জেলার একটি বেসরকারি স্কুলে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম অদ্বিতা। সে একাদশ শ্রেণির ছাত্রী। চেন্নাই-বেঙ্গালুরু ৪৪ নম্বর জাতীয় সড়কের ধারের একটি বেসরকারি বিদ্যালয়ের পড়ুয়া ছিল সে। শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সাড়ে ১১টা নাগাদ ক্লাস চলাকালীন আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়ে নাবালিকা। তার খানিক পরই মাটিতে পড়ে যায় অদ্বিতা। স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তার। তবে কী কারণে মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বাবা ভেলোর সরকারি হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান চিকিৎসক। পরিবার জানিয়েছে, অদ্বিতার হৃদরোগের চিকিৎসা চলছিল। তবে সেই কারণে তাঁর মৃত্যু হয়েছে কি না স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। স্কুলের সিসিটিভি সংগ্রহ করে তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement