সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে প্রশ্নপত্র ফাঁসে বিরাট চাঞ্চল্য। এর জেরে একাদশ শ্রেণির বোর্ডের বেশ কিছু পরীক্ষা বাতিল হয়েছে। আগামী ২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণির বোর্ডের যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, সেই ৩৬টি বিষয়ের পরীক্ষাই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে জানিয়েছেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। তবে বাতিল হওয়া পরীক্ষাগুলি কবে হবে, তা জানানো হয়নি।
অসমের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষ অর্থাৎ একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হয়েছিল চলতি মাসের ৬ তারিখ। পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। শুরুতে কান না দিলেও শুক্রবারে অঙ্ক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ২৪ থেকে ২৯ মার্চের মধ্যের ৩৬টি পরীক্ষাই বাতিল করল কর্তৃপক্ষ। এই পরীক্ষাগুলি কবে হবে, তা নিয়ে সোমবার বৈঠক হবে বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। অভিযুক্ত রাজ্য জুড়ে তিনটি সরকারি প্রতিষ্ঠান-সহ ১৮টি স্কুল। জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলগুলি পরীক্ষার দিনের আগেই সিল করা প্রশ্নপত্রের খাম খুলেছিল। মনে করা হচ্ছে, তার পরই প্রশ্নপত্র ফাঁস হয়। এই অবস্থায় ১০ জেলার ১৫টি বেসরকারি স্কুলের স্বীকৃতি উপর স্থগিতাদেশ জারি করেছে সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.