Advertisement
Advertisement

Breaking News

আইএস পতাকা

শ্রীনগরে মসজিদের সামনে আইএস পতাকা নিয়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তপ্ত এলাকা

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ৷

Clashes erupts between protesters and security forces in Srinagar
Published by: Sucheta Sengupta
  • Posted:May 31, 2019 6:14 pm
  • Updated:May 31, 2019 6:14 pm  

মাসুদ আহমেদ, শ্রীনগর: জুম্মাবারের নমাজ শেষে ফের উত্তপ্ত হয়ে উঠল শ্রীনগর৷ আইএস পতাকা প্রদর্শন ঘিরে বিক্ষোভ থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালেন বিক্ষোভকারীরা৷ শ্রীনগরের জামিয়া মসজিদের সামনে এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি৷

[আরও পড়ুন: ফের উত্তপ্ত উপত্যকা, সোপিয়ান থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার ভারতীয় সেনার]

প্রতি শুক্রবারই এ দৃ্শ্য স্বাভাবিক জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায়৷ নমাজ উপলক্ষে রাস্তায় প্রচুর মানুষের জমায়েত এবং সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাধারণ মানুষের বচসা, কখনও হাতাহাতি৷ তবে এদিনের ছবি কিছুটা আলাদা৷ শ্রীনগরের জামিয়া মসজিদে এদিন দুপুরে নমাজপাঠ শেষে বেরিয়ে আসছিলেন মানুষজন৷ আমচকাই জনা কয়েক যুবক আইএসের পতাকা নিয়ে মসজিদের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷ সেইসঙ্গে তোলা হয় বিচ্ছিন্নতাবাদী স্লোগান৷

Advertisement

এর সঙ্গে সঙ্গে এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং যৌথবাহিনী ছুটে গিয়ে বাধা দেয়৷ তখনই বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়৷ দু’পক্ষের হাতাহাতি কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষের চেহারা নেয়৷ সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী সামান্য আহত হয়েছে বলে খবর৷ জামিয়া মসজিদের সামনের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে৷ বেশ কিছুক্ষণ ধরে এমন পরিস্থিতি চলতে থাকলে, আরও বেশি সংখ্যক নিরাপত্তারক্ষীকে ঘটনাস্থলে পাঠানো হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে৷ এরপরই বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়৷

[আরও পড়ুন: ছাপোষা কেন্দ্রীয় মন্ত্রী সারেঙ্গির রাজনৈতিক জীবনেও রয়েছে কালির ছিটে]

গত কয়েকবছর ধরে জম্মু-কাশ্মীরে কয়েকটি এলাকায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী মনোভাব৷ দানা বাঁধছে ভারত-বিরোধী আন্দোলন৷ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় তার প্রমাণ মিলেছে৷ এমনকী বিচ্ছিন্নতাবাদের আদর্শ উপত্যকার যুবক সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতে চাওয়া বুরহান ওয়ানি হয়ে উঠছিল এলাকার হিরো৷ এখনও তাকে কেউ কেউ ‘শহিদ’ বলেই মনে করে৷ উপত্যকায় শান্তি বজায় রাখতে আরও জোরদার হয়েছে পুলিশি নিরাপত্তা, নজরদারি৷ তবে শুক্রবারের দিনগুলোয় তা খানিকটা ঢিলেঢালা হয়৷ সেই সুযোগেই বিশেষ নমাজপাঠের এই দিনগুলিতে বিক্ষিপ্ত অশান্তি দেখা দেয় বিভিন্ন অংশে৷ তবে এদিনের ঘটনা আতঙ্ক বাড়িয়ে তুলেছে৷ বিভিন্ন ধর্মীয় স্থানগুলির সামনেও জোরদার হয়েছে নিরাপত্তা৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement