Advertisement
Advertisement

Breaking News

Nagpur

হিংসার আগুনে জ্বলছে নাগপুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, জারি কারফিউ

শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

Clashes Erupt, Vehicles Set Afire In Nagpur Amid Aurangzeb Row
Published by: Paramita Paul
  • Posted:March 17, 2025 11:49 pm
  • Updated:March 18, 2025 12:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসার আগুনে জ্বলছে মহারাষ্ট্রের নাগপুর। সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা শহর। একের পর এক গাড়ি জ্বালানো হচ্ছে। ইতিমধ্যে অশান্তির জেরে ১৫ জন পুলিশ কর্মী এবং ৫ আমজনতা জখম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। পুলিশের দাবি, গুজবের জেরেই দু’পক্ষের মধ্যে অশান্তি দানা বাঁধে।

মোগলসম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।  সূত্রের দাবি, এদিন অশান্তির সূত্রপাত তেমনই এক কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে। অভিযোগ, ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয়। এরপরই এলাকাজুড়ে অশান্তি ছড়ায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দু’টি জেসিবি-তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক গাড়ি পোড়ানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে, তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ইট-পাথরে ঘায়ে অন্তত ১৫ পুলিশ কর্মী জখম হয়েছেন।  এরপরই এলাকাজুড়ে কারফিউ জারি করা হয়েছে। চলছে ধরপাকড়ও। ইতিমধ্যে ২০ জনকে আটক করা হয়েছে। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। চলছে টহলদারি। 

Advertisement

শান্তিবজায় রাখার আবেজন জানিয়ে দেবেন্দ্র ফড়ণবীস বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে নাগপুর পুলিশের তরফে অশান্তির কারণ হিসেবে গুজবকেই দায়ি করা হয়েছে। একই সুর শোনা গিয়েছেন সাংসদ নীতীন দড়কড়ির গলাতেও। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub