Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh Clashes

হনুমান জয়ন্তীতে হিংসা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে, দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত গুণা, আহত বহু

ফের মসজিদের সামনে দাপাদাপি হিন্দুত্ববাদীদের। ফের সাম্প্রদায়িক অশান্তি।

Clashes during Hanuman Jayanti procession in Madhya Pradesh's Guna
Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2025 9:57 am
  • Updated:April 13, 2025 9:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীর পর হনুমান জয়ন্তী। ফের মসজিদের সামনে দাপাদাপি হিন্দুত্ববাদীদের। ফের সাম্প্রদায়িক অশান্তি। এবার মধ্যপ্রদেশের গুণায়।

স্থানীয় সূত্রের খবর, মধ্যপ্রদেশের গুণায় শনিবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। যা ক্রমে পাথর ছোড়াছুড়িতে পরিণত হয়। ফলে এক শিশু-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আসলে গুণার বিজেপি কাউন্সিলর ওমপ্রকাশ কুশওয়াহার নেতৃত্বে হনুমানজয়ন্তীর যে শোভাযাত্রা বের হয়েছিল, সেই শোভাযাত্রাকে কেন্দ্র করেই যত অশান্তি।

Advertisement

স্থানীয় সংখ্যালঘু সংগঠনগুলির দাবি, বিজেপি কাউন্সিলর ওই শোভাযাত্রাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু এলাকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় একটি মসজিদের সামনে গিয়ে শোভাযাত্রাটি থেমে যায়। শুরু হয় তারস্বরে ডিজে বাজানো এবং ধর্মীয় স্লোগান দেওয়া। ততক্ষণে মসজিদে জোড়ো হয়েছেন স্থানীয় সংখ্যালঘুরা। দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনার পরিবেশ শুরু হয়। অভিযোগ, কিছুক্ষণ পর মসজিদ থেকেই শুরু হয় পাথর ছোড়া। পালটা পাথর ছোড়া শুরু হয় শোভাযাত্রা থেকেও। দীর্ঘক্ষণ চলে পাথর ছোড়াছুড়ি। বেশ কয়েকজন আহত হন। যার মধ্যে বিজেপি কাউন্সিলরের ১১ বছরের ছেলেও রয়েছে। হিংসার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আরও এক দফা অশান্তি হয় ওই ঘটনার প্রতিবাদে হিন্দু সেনার কর্মীরা পথে নামলে। ওই ঘটনার প্রতিবাদে গুণার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠন। গোটা গুণা শহর উত্তপ্ত হয়ে ওঠে। তবে রাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement