সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে গো-মাংস গুজবে প্রায় প্রতিদিনই গণপিটুনির ঘটনা ঘটছে। গো-রক্ষকদের তাণ্ডবে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। আর এবার গরু চরানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজস্থানের সরিসকা ব্র্যাঘ অভয়ারণ্যে। নিরাপত্তারক্ষীদের দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়লেন গ্রামবাসীরা। অভয়ারণ্যে ভিতরে গরু চরানো নিয়ে আপত্তি জানানোয় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়েছে অভিযোগ।
[কেদারনাথ নিয়ে ফেসবুকে ‘আপত্তিজনক’ পোস্ট, দাঙ্গা উত্তরাখণ্ডে]
দেশের অন্যতম বৃহৎ ব্র্যাঘ্র অভয়ারণ্য রাজস্থানের সরিসকা ব্র্যাঘ্র অভয়ারণ্য। বর্ষাকালে সবুজ ঘাসে ভরে ওঠে গোটা চত্বর। আর ঠিক তখনই সরিসকা ব্র্যাঘ্র অভয়ারণ্যে ভিড় করেন স্থানীয় গ্রামবাসীরা। অস্থায়ী ঘর বানিয়ে থাকেন তাঁরা। অভয়ারণ্যে ভিতরেই চরে বেড়ায় গরু, মোষের দল। বনকর্মীদের দাবি, লোকজনের ভিড়ে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে। এমনকী এইরকম চলতে থাকলে, আগামী দিনে সরিসকার অভয়ারণ্যের গভীর এলাকা থেকে বাঘেরা চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দিন কয়েক আগেই অভয়ারণ্যের ভিতরে বেশ কয়েকটি অস্থায়ী বাড়ি ভেঙে দেন নিরাপত্তারক্ষীরা। বের করে দেওয়া হয় গ্রামবাসীদের। এরপরই বুধবার সরিসকা ব্র্যাঘ্র অভয়ারণ্যের নিরাপত্তারক্ষীদের ওপর চড়া হন স্থানীয় গ্রামবাসীরা। বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর করা হয়।
[গরুর সঙ্গে যোগী আদিত্যনাথের তুলনা টানলেন এই বলিউড অভিনেত্রী]
জানা গিয়েছে, গত চার বছরে সরিসকা অভয়ারণ্যে গ্রামবাসীদের বেআইনি অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। মাঝে-মধ্যেই গ্রামবাসীদের সঙ্গে অভয়ারণ্যের নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় বন দপ্তরের আধিকারিকদের। সরিসকা অভয়ারণ্যের আধিকারিক বালাজি কারি বলেন, বর্ষাকালে বেআইনি অনুপ্রবেশ রুখতে অভয়ারণ্যে বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
[ভারতে আসার ভিসা চাই, সুষমার দ্বারস্থ ক্যানসার আক্রান্ত পাক তরুণী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.