সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগিরাজ্যের আদালতে নজিরবিহীন কাণ্ড। বিচারকের সঙ্গে আইনজীবীদের হাতাহাতিতে ধুন্ধুমার পরিস্থিতি। জামিনের আবেদন নিয়ে বচসা হয় উভয়পক্ষে। এর পর হাতাহাতি, ভাঙচুর, লাঠিচার্জের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় উত্তপ্রদেশের গাজিয়াবাদের আদলত। এই ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন বলে খবর। ঠিক কী ঘটেছিল?
আদালত সূত্রে জানা গিয়েছে, জামিনের আবেদন নিয়ে বিচারকের সঙ্গে এক আইনজীবীর ঝামেলা বেঁধেছিল। সেই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে হাজির হন অন্য আইনজীবীরা। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিচারককে ঘিরে ধরে মারমুখী হয়ে ওঠেন আইনজীবীরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চেয়ার-টেবিল ভাঙচুর করা হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান উপস্থিত পুলিশকর্মীরা। অতিরিক্ত পুলিশ আনানো হয়। শেষ পর্যন্ত নামানো হয় আধাসেনাও। তাঁরাই আইনজীবীদের ঘেরাটোপ থেকে বিচারককে উদ্ধার করেন।
বিচারকের চেম্বার থেকে আইনজীবীদের বের করে দেওয়ায় পরে তাঁরা আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ এবং আধাসেনার বিরুদ্ধে তাঁদের মারধরের অভিযোগ আনেন। আদালত চত্বরের অস্থায়ী পুলিশ পোস্টে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আইনজীবীদের বিরুদ্ধে। প্রতিবাদে তাঁরা কর্মবিরতি শুরু করেন। এদিকে ঘটনার নিন্দা করে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে বৈঠক ডেকেছে উত্তরপ্রদেশ বার অ্যাসোসিয়েশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.