ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা ভঙ্গ হলে বিচারের ভার যার কাঁধে, সেই জায়গায় সামান্য শৃঙ্খলাভঙ্গও দৃষ্টিকটু। বিষয়টি নজরে পড়তেই সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কড়া সুরে আইনজীবীর উদ্দেশে প্রশ্ন ছুড়লেন, “আদালতে কি ফ্যাশন প্যারেড চলছে?” শুধু তাই নয় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যথাযথ পোশাক পরে না এলে তাঁর মামলা শুনবেন না বিচারপতি।
সুপ্রিম কোর্টে নির্মাণ ভাঙা সংক্রান্ত এক মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। শুক্রবার মামলাটি প্রধান বিচারপতির কাছে পেশ হলে আইনজীবী বলতে শুরু করলে তাঁকে থামিয়ে বিচারপতি জানান, “আপনি ইমেল করে দিন।” এর পরই সুর চড়িয়ে বিচারপতির প্রশ্ন, “আপনার গলার সাদা ব্যান্ড কোথায়? এখানে কি ফ্যাশন প্যারেড চলছে।” এর ঘটনায় চরম অস্বস্তির মধ্যে পড়ে আইনজীবী বলেন, তাড়াহুড়োর জেরে তিনি তা পরে আসতে ভুলে গিয়েছেন।
তবে আইনজীবীর সে যুক্তি কানে তোলেননি প্রধান বিচারপতি চন্দ্রচূড়। শৃঙ্খলাভঙ্গের কোনও যুক্তিই যে তিনি কানে নেবেন না সেকথা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, “মার্জনা করবেন, আপনি যদি যথাযথ পোশাক পরে না আসেন তাহলে আপনার বক্তব্য শুনতে পারব না।” উল্লেখ্য, আদালতে আইনজীবীরা কী পোশাক পরে আসবেন সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা রয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। সেই বিধি মানেই আদালতে পোশাক পরে আসেন আইনজীবীরা। যদিও মাঝে মধ্যেই বেনিয়ম চোখে পড়ে আদালত চত্বরে।
বিধি অনুযায়ী সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জেলা আদালত, দায়রা আদালত, ট্রাইব্যুনাল আদালত এবং নগর আদালতের আইনজীবীদের সাদা-কালো পোশাক, কালো জোব্বার পাশাপাশি সাদা ‘নেক ব্যান্ড’ পরা বাধ্যতামূলক। মহিলা এবং পুরুষ উভয় ক্ষেত্রেই আইনজীবীদের জন্য এই বিধি প্রযোজ্য। এই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এবার প্রধান বিচারপতির তোপের মুখে পড়লেন আইনজীবী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.