Advertisement
Advertisement

Breaking News

Kashmir Terror

কাশ্মীরে ফের জেহাদিদের টার্গেট অমুসলিমরা? কুলগামে প্রকাশ্যে গুলি করা মারা হল গাড়িচালককে

'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি পাওয়ার পর থেকেই উপত্যকায় অমুসলিমদের উপর হামলার ঘটনা বাড়ছে।

Civilian shot dead by targeted militants in South Kashmir’s Kulgam | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2022 9:39 am
  • Updated:April 14, 2022 10:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে ফের সন্ত্রাসবাদীদের দাপাদাপি। ফের জেহাদিদের নিশানায় অমুসলিমরা। এবার প্রকাশ্যে গুলি করে মারা হল এক গাড়িচালককে। যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উপত্যকাজুড়ে।

কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় সতীশ কুমার সিং নামের ওই যুবককে খুব কাছ থেকে গুলি করে সন্দেহভাজন জঙ্গিরা। মাথায় গুলি লাগে সতীশের। পুলিশকর্মীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সতীশের মৃত্যু হয়। সতীশের মৃত্যুতে উপত্যকার সংখ্যালঘু অমুসলিমরা রীতিমতো আতঙ্কিত। কাশ্মীর পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত জেহাদিরা ছাড় পাবে না। পুলিশ ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে তল্লাসি শুরু করেছে।

[আরও পড়ুন: প্যারোলে ছাড়া পেয়ে গায়েব! ৩৩ বছর পর দিল্লিতে পুলিশের জালে ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামি]

সবচেয়ে উদ্বেগের বিষয় হল, সতীশ কুমার সিংয়ের মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। মার্চে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নামক ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই উপত্যকার সংখ্যালঘুদের নতুন করে টার্গেট করা শুরু করেছে জেহাদিরা।

  • ২১ মার্চ: বুদগাম এবং কুলগামে দুটি আলাদা জঙ্গি হামলায় আহত হন বিশুজিত কুমার নামের এক বিহারী শ্রমিক-সহ দু’জন।
  • ৩ এপ্রিল: পুলওয়ামায় জঙ্গি হানায় আহত হন ধীরাজ দত্ত, এবং সুরিন্দর সিং নামের দুই পাঞ্জাবের বাসিন্দা।
  • ৪ এপ্রিল: সোপিয়ানে বাল কৃষ্ণাণ নামের এক কাশ্মীরি পণ্ডিতকে বাড়ির সামনেই গুলি করে জঙ্গিরা। গুরুতর আহত হন তিনি।
  • ৭ এপ্রিল: পুলওয়ামায় জঙ্গি হামলায় সনু শর্মা নামের এক পরিযায়ী শ্রমিক আহত হন।

এসবের পরই বুধবার সতীশ কুমার সিংয়ের মৃত্যু একটাই প্রশ্ন তুলে দিচ্ছে, উপত্যকায় কি ফিরছে রক্তাক্ত সেই দিনগুলি? ফের টাটকা হচ্ছে নয়ের দশকের দুঃসহ স্মৃতি? প্রশ্ন উঠছে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও। বারবার উপত্যকায় অমুসলিমদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। অথচ তাদের নিরাপত্তা নিয়ে কোনও হেলদোলই নেই প্রশাসনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement