সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর, আলিগড় হতে চলেছে হরিগড়। যোগীরাজ্যের নাম বদলের এই তালিকায় অন্তর্ভুক্ত হল গাজিয়াবাদ (Ghaziabad)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঐতিহাসিক এই নগরীরও নাম বদল হচ্ছে এবার। কী হচ্ছে নতুন নাম?
প্রথম কথা, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চাইছেন উত্তরপ্রদেশ থেকে মুসলিম শাসনের ইতিহাস মুছে ফেলতে। এলাহাবাদ থেকে গাজিয়াবাদ, রাজ্যের অধিকাংশ শহর যে সাক্ষ্য বহন করত। সেই কারণেই বিজেপি শাসিত গাজিয়াবাদ পুরসভার অন্যতম কাউন্সিলর সঞ্জয় সিং শহরের নাম বদলের প্রস্তাব করেন সোমবার। মঙ্গলবার এই বিষয়ে পুর বোর্ডের মিটিং ডেকেছেন মেয়র সুনীতা দয়াল। মনে করা হচ্ছে, বৈঠকে সহজেই এই প্রস্তাব পাশ হয়ে যাবে। যেহেতু সংখ্যাগুরু গেরুয়া শিবির। কিন্তু নুতন নাম কী হচ্ছে?
গেরুয়া শিবির গাজিয়াবাদের বদলে দুটি নাম প্রস্তাব করেছে। যথাক্রমে ‘গজনগর’ এবং ‘হরনন্দি নগর’। এর মধ্যে গজনগরেরই পাল্লা ভারী। স্থানীয় দুধেশ্বরনাথ মন্দিরের প্রধান পুরোহিত মহান্ত নারায়ণ গিরি নাম বদল আন্দোলনের অন্যতম মুখ। তাঁর দাবি, মহাভারতের যুগে গাজিয়াবাদ ছিল কৌরবদের রাজধানী হস্তিনাপুরের একটি অংশ। সেই যুক্তিতে ‘গজনগর’ই হওয়া উচিত নতুন নাম।
উল্লেখ্য, কিছুদিন আগেই আলিগড়ের নাম বদল নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। তাদের দাবি ছিল, দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা ঐতিহাসিক শহরের নাম বদলের চেষ্টা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। একইভাবে নাম বদলের সঙ্গে গাজিয়াবাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে, দাবি করছে বিরোধীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.