সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক সিনেমায় যেমন হয়! বাস্তবেও তেমনটাই হল। বেশ কয়েক বছর আগে ‘সানডে’ বলে একটি ছবি মুক্তি পেয়েছিল বলিউডে। ছবির প্রেক্ষাপটে দেখা গিয়েছিল অভিনেত্রী আয়েশা টাকিয়া নিজের জীবনের একটি রবিবারের কোনও হদিশ পাচ্ছেন না। সেই পরিপ্রেক্ষিতেই তৈরি হয়ে গিয়েছিল একটা গোটা সিনেমা। আর এবার বাস্তবেই হল এমনটা। ২৯ বছরের বিশাল পাটিলের জীবন থেকে রীতিমতো গায়েব হয়ে গেল চারদিন। দেনা ব্যাঙ্কের ক্যাশিয়ার বিশাল ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। গত সোমবার তিনি বাড়ি ফিরে আসেন।
জানা গিয়েছে, পরিবারের সঙ্গে দেখা করতে সাঙ্গলি যাচ্ছিলেন বিশাল। এরপর থেকেই হঠাৎ গায়েব হয়ে যান তিনি। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবরা তাঁর খোঁজ পাচ্ছিলেন না। অন্যদিকে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার পর বাড়ির লোক পুলিশের কছে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, হারিয়ে যাওয়ার দিনগুলিতে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়েছে বিশাল। একদিকে যখন তাঁর পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজছেন তাঁকে তখন জানতে পারা যায়, যোগেশ্বরী স্টেশনে তাঁর ফোন নাকি চুরি গিয়েছিল। আর সেই ফোন ফিরে পেতেই নাকি ট্রেন থেকে আচমকা নেমে যান বিশাল। চোর ধরতে গিয়ে নিজের ব্যাগটি বিশাল ট্রেনেই ফেলে রেখে চলে গিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনার পর জিআরপি নাকি ফোন পায় যে, রেললাইনে কোনও ব্যক্তি পড়ে রয়েছেন। কিন্তু বাস্তবে এমন কোনও ঘটনা ঘটেনি। পুলিশ স্টেশন চত্ত্বর থেকেই বিশালকে উদ্ধার করে। পুলিশকে নাকি বিশাল জানিয়েছিলেন, জুয়ায় অনেক টাকা হেরে গিয়েছেন তিনি। আর এ কথা বাড়ির সদস্যদের জানাতে চান না তিনি। ব্যাঙ্কে কাজ আছে এই অছিলায় পুলিশ স্টেশন থেকে চলে যান। এরপর না তিনি ব্যাঙ্কে গিয়েছিলেন, না তিনি বাড়ি ফিরেছিলেন। গোটা ঘটনায় যখন বিশালের পরিবার, বন্ধুবান্ধব এবং পুলিশ হতবাক, তখনই বিশালের এক বন্ধুর কাছে আসতে থাকে হুমকি ফোন। জানা যায়, বিশালকে নাকি অপহরণ করা হয়েছে। আবার এই ঘটনার পর আবারও বিশালের বাড়িওয়ালা ফোন করে জানান, বিশাল বাড়িতে ফিরে ঘুমোচ্ছে। অথচ বিশাল বাড়িতে সুস্থ অবস্থায় থাকলেও ফোন মারফত হুমকি অব্যাহত। এখনও তাঁর অপহরণের জন্য টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তাঁর বন্ধুরা। গোটা ঘটনায় বিস্মিত পরিজন থেকে শুরু করে পুলিশও। ১১ তারিখ থেকে ১৫ তারিখ বিশাল কোথায় ছিলেন, তার কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। এমনকি জানেন না বিশালও। জীবন থেকে চারদিন গায়েবই হয়ে গিয়েছে বিশালের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.