Advertisement
Advertisement

আধার ও প্যান ‘লিঙ্ক’ নিয়ে ফের নয়া সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র

করদাতাদের স্বস্তি দিতে আধার ও প্যান নিয়ে কেন্দ্রের নতুন পরিকল্পনা।

Citizen complaints spur review of deadline to link Aadhaar, PAN
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2017 3:51 am
  • Updated:July 28, 2017 3:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করদাতাদের খানিকটা স্বস্তি দিতে আধার ও প্যান ‘লিঙ্ক’ করার সময়সীমা বাড়াতে পারে কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই দুই গুরুত্বপূর্ণ নথিকে ‘লিঙ্ক’ করা নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের কাছে। বিশেষত, ফাইল রিটার্ন করার জন্য আধার ও প্যান নম্বর বাধ্যতামূলক বলে বহু ভারতীয়ই সমস্যায় পড়েছেন। অনেকেই নানা প্রযুক্তিগত কারণে এই দুই নথিকে ‘লিঙ্ক’ করাতে পারছেন না। সবচেয়ে বেশি অভিযোগ আসছে প্রবীণ নাগরিকদের কাছ থেকে। একেই ইন্টারনেটের বিষয়ে তাঁরা খুব একটা সাবলীল নন, তার উপর রয়েছে প্রযুক্তিগত চ্যালেঞ্জ।

[JioPhone-এ মিলবে না এই ফিচারটি, মাথায় হাত অনুরাগীদের]

তাঁদের মধ্যে অনেকেই অভিযোগ করছেন, আধার ও প্যান ‘লিঙ্ক’ করা যাচ্ছে না। এর অন্যতম কারণ হল, অনেকেই বহু আগে প্যান কার্ড তৈরি করেছেন। সেখানে কোথাও তাঁদের নামের আদ্যক্ষর রয়েছে, কোথাও পুরনো ফোন নম্বর দেওয়া রয়েছে। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পের জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক করায় অনেকেই সদ্য আধার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। সেক্ষেত্রে পুরো নাম ও নতুন ফোন নম্বর দিয়েছেন। এখন পুরনো প্যান নম্বরের সঙ্গে নয়া আধার নম্বর যুক্ত করতে গিয়ে পড়েছেন বেকায়দায়। অনেক প্রবীণ নাগরিক এখনও আধার কার্ড তৈরি করাতে আধার কেন্দ্রে যেতে পারেননি। অনাবাসী ভারতীয়রাও একগুচ্ছ অভিযোগ তুলে কেন্দ্রকে বর্তমান নিয়ম পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ জানিয়েছে।

Advertisement

যাবতীয় অভিযোগ পেয়ে কেন্দ্র এবার ময়দানে নামতে চলেছে। কেন্দ্রের একটি সূত্রের খবর, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) বেশ কয়েকটি অভিযোগ খতিয়ে দেখে তার সত্যতা স্বীকার করে নিয়েছে। কেন্দ্র চায় না, যে কোনও নাগরিকেরই কর জমা দিতে কোনও সমস্যা হোক। রিটার্ন ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই। এখনই আধারের সঙ্গে প্যান ‘লিঙ্ক’ করার শেষ সময়সীমা না জানানো হলেও রিটার্ন ফাইল করতে ওই দুই নথিই খুব গুরুত্বপূর্ণ। তাই সরকার এখন ইনকাম ট্যাক্স রিটার্নের নথির সত্যতা খতিয়ে দেখার ক্ষেত্রে সময়সীমা খানিকটা বাড়াতে পারে। আধারের সঙ্গে প্যান ‘লিঙ্ক’ করতে না পারলে কাগজে কলমেও ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে ও তার অথেনটিকেশনের জন্যও বাড়তি সময় পাওয়া যেতে পারে। তবে এখনই এই বিষয়ে কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি।

[WhatsApp সম্পর্কে এই নয়া তথ্যটি জানলে আপনার মাথা ঘুরে যাবে!]

সরকারি তথ্য বলছে, ১৭ জুলাই পর্যন্ত মাত্র ২৫ শতাংশ প্যান নম্বরের সঙ্গে আধার নম্বর যুক্ত করা গিয়েছে। তবে আইটি রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ যত এগিয়ে আসছে, ততই সংখ্যাটা বাড়ছে। আয়কর আইনের ১৩৯এএ অনুযায়ী চলতি বছরের পয়লা জুলাই থেকে আধারের সঙ্গে প্যান নম্বর ‘লিঙ্ক’ করা বাধ্যতামূলক হয়েছে। কেন্দ্রের যুক্তি, কালো টাকার রমরমা রুখতে ও জাল নথিপত্র দেখিয়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতাকে ধ্বংস করতেই এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার প্রযুক্তিগত চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য করদাতাদের খানিকটা বাড়তি সময় দেয় কি না, সেটাই এখন দেখার।

[WhatsApp সম্পর্কে এই নয়া তথ্যটি জানলে আপনার মাথা ঘুরে যাবে!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement