Advertisement
Advertisement

হৃদরোগের আক্রান্ত বিমান যাত্রীর প্রাণ বাঁচিয়ে ‘নায়ক’ জওয়ান, ভাইরাল ভিডিও

হৃদরোগের প্রাথমিক বিপদ কাটিয়ে আপাতত স্থিতিশীল রোগী৷

CISF officer saves man who suffered cardiac arrest at Mumbai airport
Published by: Kumaresh Halder
  • Posted:October 29, 2018 1:22 pm
  • Updated:October 29, 2018 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান যাত্রীর প্রাণ বাঁচিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ‘নায়ক’ সিআইএসএফ জওয়ান৷ হৃদরোগে আক্রান্ত হওয়া মরণাপন্ন রোগীর বুক পাম্প প্রাণের সঞ্চালন ঘটালেন মুম্বই বিমানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান৷ প্রাথমিক বিপর্যয় কাটিয়ে রোগীর দেহে অক্সিজেন পৌঁছনোর ব্যবস্থা করে পরে হাসপাতালে ভরতি করা হয়৷

[হিন্দুদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না, রাম মন্দির ইস্যুতে হুমকি গিরিরাজের]

মুম্বই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিমানের যাত্রী চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে হঠাতই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী৷ সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যাত্রী৷ গোটা বিষয়টি নজরে আসতেই ছুটে যান সিআইএসএফ জওয়ান মোহিত কুমার শর্মা-সহ আরও এক জওয়ান৷ মরণাপন্ন রোগীর পরিস্থিতি দেখে নিজেই প্রাথমিক চিকিৎসার কাজে হাত লাগান৷ রোগীর বুকে পাম্প করতে শুরু করেন৷ বেশ কিছুক্ষণের চেষ্টার পর বিপদ কাটে রোগীর৷ মৃত্যুর মুখ থেকে যাত্রীকে ফিরিয়ে এনে তড়িঘড়ি বিমানবন্দর লাগোয়া হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়৷ শুরু হয় চিকিৎসা৷ হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগের প্রাথমিক বিপদ কাটিয়ে আপাতত স্থিতিশীল রোগী৷

Advertisement

[ওড়িশার ভদ্রকে রেল অবরোধ, দক্ষিণ ভারতগামী রুটে ব্যাহত ট্রেন চলাচল]

এদিনের এই গোটা বিষয়টি বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে৷ ৪৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ হতেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ মোবাইলে-মোবাইলে ছড়িয়ে পড়ে সিআইএসএফ জওয়ানের ভিডিও৷ জওয়ানের ভূমিকা নিয়ে প্রশংসার ঝড় উঠতে থাকে৷ সংবাদ সংস্থা এএনআইয়ের তরফেও জওয়াবের ভূয়সী প্রশংসার খবর প্রকাশিত হয়৷   

[পাঞ্জাব সীমান্তে গ্রেপ্তার ২ পাক অনুপ্রবেশকারী, নেপথ্যে নাশকতার ছক? ]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement