Advertisement
Advertisement

Breaking News

Surat International Airport

সুরাট বিমানবন্দরে হঠাৎ গুলির শব্দ, লুটিয়ে পড়লেন CISF জওয়ান!

গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

CISF Jawan killed Himself Inside of Surat International Airport

সুরাট বিমানবন্দর।

Published by: Amit Kumar Das
  • Posted:January 4, 2025 6:03 pm
  • Updated:January 4, 2025 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল গুজরাটের সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর। ঘটনার পরই সেখান থেকে উদ্ধার হয়েছে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানের দেহ। শনিবার এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজের বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ২টো ১০ নাগাদ এই ঘটনা ঘটে সুরাট বিমানবন্দরে। মৃত ওই জওয়ানের নাম কিশান সিং। জয়পুরের বাসিন্দা ওই যুবক সুরাট বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এদিন দুপুরে বিমানবন্দরের শৌচালয়ে গিয়ে নিজের বন্দুর থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। গুলির শব্দ শুনে শৌচালয়ের দিকে ছুটে যান অন্যান্য নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, পেটে গুলি লেগেছিল তাঁর।

Advertisement

এদিকে বিমানবন্দরের অন্দরে গুলির শব্দ ও এক জওয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। তড়িঘড়ি বিমানবন্দরের ওই অংশ ঘিরে ফেলে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভুলবশত বন্দুক থেকে গুলি ছুটেছে, নাকি ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। যদি আত্মঘাতী হয়ে থাকেন তবে ঠিক কী কারণে তিনি নিজেকে শেষ করলেন তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশের তরফে ওই জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পাঠানো হয়েছে মৃতের পরিবারকে। মৃতের সহকর্মীদের তরফে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মনমরা হয়ে ছিলেন ওই জওয়ান। হয়ত পারিবারিক কোনও সমস্যার জেরে বিপর্যস্ত ছিলেন তিনি। কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement